তারুণ্যে ভর করে বাংলা দখলে মরিয়া বিজেপি

কলকাতা: অবশেষে ষষ্ঠ দফায় পশ্চিবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ওই তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ১১-১২ জন এমন প্রার্থী রয়েছেন, যাঁদের বয়স ২৯ থেকে ৪১-এর কোটায়। সব মিলিয়ে বিজেপির প্রার্থী তালিকায় প্রায় ৩০ শতাংশের বেশি ঠাঁই পেয়েছে যুবরা। যা অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিকে অনেকটাই এগিয়ে রেখেছে বলে দাবি মুরলীধর সেন

তারুণ্যে ভর করে বাংলা দখলে মরিয়া বিজেপি

কলকাতা: অবশেষে ষষ্ঠ দফায় পশ্চিবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ওই তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ১১-১২ জন এমন প্রার্থী রয়েছেন, যাঁদের বয়স ২৯ থেকে ৪১-এর কোটায়। সব মিলিয়ে বিজেপির প্রার্থী তালিকায় প্রায় ৩০ শতাংশের বেশি ঠাঁই পেয়েছে যুবরা। যা অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিকে অনেকটাই এগিয়ে রেখেছে বলে দাবি মুরলীধর সেন লেনের নেতাদের।

যদিও লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশিদের প্রত্যক্ষ রাজনীতি থেকে বাদ দেওয়া নিয়ে জাতীয় স্তরে নরেন্দ্র মোদি-অমিত শাহদের ব্যাপক সমালোচনা হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকায় চোখ বোলালে দেখা যাচ্ছে, অপেক্ষাকৃত তরুণদের উপরই আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির এক অন্যতম শীর্ষ নেতার কথায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) নীতিগত সিদ্ধান্তই হল, বয়স ৭০ ছাড়ালে সংশ্লিষ্ট নেতা বা কর্মীর কাজ হাল্কা করে দেওয়া। আর ৭৫ পেরলে তাঁকে বাণপ্রস্থে পাঠিয়ে দেওয়া। সেই মতোই আদবানিজিদের স্বসম্মানে রাজনীতি থেকে বিদায় দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =