EVM-এর সঙ্গে ভিভিপ্যাট গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বিরোধীদের দাবি মেনে অবশেষে ভিভিপ্যাট স্লিপের গণনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আজ, মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, প্রতিটি বিধানসভায় ইভিএমের সঙ্গে অন্তত ৫টি বুথে ভিভিপ্যাট গণনা করা হবে৷ সুুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে দেশের ২০ হাজার ৬২৫টি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত করা হবে৷ এতদিন পর্যন্ত ৪১২৫টি ভিভিপ্যাট মেশিনের স্লিপের গণনার কথা জানিয়েছিল

EVM-এর সঙ্গে ভিভিপ্যাট গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বিরোধীদের দাবি মেনে অবশেষে ভিভিপ্যাট স্লিপের গণনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আজ, মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, প্রতিটি বিধানসভায় ইভিএমের সঙ্গে অন্তত ৫টি বুথে ভিভিপ্যাট গণনা করা হবে৷

সুুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে দেশের ২০ হাজার ৬২৫টি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত করা হবে৷ এতদিন পর্যন্ত ৪১২৫টি ভিভিপ্যাট মেশিনের স্লিপের গণনার কথা জানিয়েছিল কমিশন৷ কিন্তু, ২১ বিরোধীদের দাবি ছিল অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপের গণনার জন্য৷ এই কাজের জন্য ভোটের ফলঘোষণা পিছিয়ে যায়, তাতে আপত্তি নেই তাঁদের৷ সম্প্রতি, সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছেন ২৭টি বিরোধী দলের নেতারা। শীর্ষ আদালতকে বিরোধীরা জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ার ‘বিশুদ্ধতা’ বজায় রাখতে এই ‘বিলম্ব’ তারা মেনে নিতে রাজি।

টিডিপি প্রধান চন্দ্রবাবুর নেতৃত্বে এবারের ভোটে প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপের গণনা করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল বিরোধী দলগুলি। সেই আবেদনের জবাব দিতে গিয়ে নির্বাচন কমিশন জানায়, কমপক্ষে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপের গণনা করতে গেলেও ভোটের ফলপ্রকাশ ৫.২ দিন পিছিয়ে যেতে পারে৷ এরপরই হলফনামা দিয়ে বিরোধীরা আদালতকে জানিয়েছেন, নির্বাচনের বিশুদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখতে এই ক’টা দিনের দেরি কোনও ‘মারাত্মক বিলম্ব’ নয়৷ আজ, মামলার শুনানিতে দেশের শীর্ষ আদলেতর তরফে প্রতিটি বিধানসভায় ইভিএমের সঙ্গে অন্তত ৫টি ভিভিপ্যাট গণনা করার নির্দেশ দেওয়া হয়৷

কমিশনের নিয়ম অনুযায়ী, বিধানসভা ভোটের ক্ষেত্রে প্রতিটি বিধানসভা কেন্দ্রের একটি পোলিং বুথ ও লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি কেন্দ্রের একটি পোলিং বুথের ভিভিপ্যাট স্লিপ গোনা হয়৷ আজ, সোমবার বিরোধীদের এই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই নির্দেশ দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =