সেনাবাহিনী কি বিজেপির ভোটে লড়ার অস্ত্র: সিধু

চণ্ডীগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। এভাবেই তোপ দাগলেন ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে পা রাখা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তাঁর দাবি, প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ বিজেপি। আর তাই ভোটের যুদ্ধে সেনাবাহিনীকে অস্ত্র বানাচ্ছে তারা। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে এদিন তীব্র আক্রমণ করেন সিধু। তিনি বলেন, প্রতিশ্রুতি পূরণে বিজেপির ব্যর্থতা

সেনাবাহিনী কি বিজেপির ভোটে লড়ার অস্ত্র: সিধু

চণ্ডীগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। এভাবেই তোপ দাগলেন ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে পা রাখা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তাঁর দাবি, প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ বিজেপি। আর তাই ভোটের যুদ্ধে সেনাবাহিনীকে অস্ত্র বানাচ্ছে তারা।

বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে এদিন তীব্র আক্রমণ করেন সিধু। তিনি বলেন, প্রতিশ্রুতি পূরণে বিজেপির ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে। পুরোপুরি বিপর্যয় নেমে এসেছে। বিজেপির দাবি ছিল, নোটবন্দি ও জিএসটি চালুর সিদ্ধান্ত ঐতিহাসিক। কিন্তু তা যদি সত্যি হয়, তাহলে এখন তারা এই দু’টি ইস্যুর ভিত্তিতে ভোট চাইছে না? এনএসএসও হিসেব দিয়েছে, গত ৪৫ বছরের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ। সেটা গোপন করছে বিজেপি। শুধুমাত্র বড় শিল্পপতিদের উন্নয়ন হয়েছে। কৃষক ও গবির মানুষের অবস্থা শোচনীয়। ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে বিজেপি। আর তা নিয়ে প্রশ্ন তুলছে তাদের শরিক শিবসেনাও। গত চার বছর জঙ্গি হামলা অব্যাহত ছিল। এই সরকার এতদিন কোথায় ঘুমিয়ে ছিল? আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 7 =