রণক্ষেত্র ভাটপাড়া, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

বারাকপুর: রণক্ষেত্র ভাটপাড়া৷ গোলমাল রুখতে জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷ আজ, সকালে ভাটপাড়া পুরসভায় আস্থাভোটে হারেন বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং৷ ২২টি ভোট তাঁর বিপক্ষে গিয়েছে৷ ১১টি ভোট পেয়েছেন অর্জুন। আস্থাভোটে হারের জেরে পুর চেয়ারম্যানের পদ থেকে সরতে হল তাঁকে৷ অর্জুনের হারের পর রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া৷ ভাঙা হয় বিজেপির পার্টি অফিস৷ গোটা এলাকাজুড়ে উত্তেজনা

aedcc0c42509af26ca44e6108f9e218e

রণক্ষেত্র ভাটপাড়া, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

বারাকপুর: রণক্ষেত্র ভাটপাড়া৷ গোলমাল রুখতে জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷ আজ, সকালে
ভাটপাড়া পুরসভায় আস্থাভোটে হারেন বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং৷ ২২টি ভোট তাঁর বিপক্ষে গিয়েছে৷ ১১টি ভোট পেয়েছেন অর্জুন। আস্থাভোটে হারের জেরে পুর চেয়ারম্যানের পদ থেকে সরতে হল তাঁকে৷ অর্জুনের হারের পর রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া৷ ভাঙা হয় বিজেপির পার্টি অফিস৷ গোটা এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকেই গোটা ভাটপাড়া পুরসভার দখল নেয় বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয় ব়্যাফ৷ কিন্তু, কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও মারামারিতে জড়িয়েছে বিজেপি-তৃণমূল সমর্থকরা৷ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতিতে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন৷ জরুরিভিত্তিতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয় কমিশনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *