IED বিস্ফোরণে ছিন্নভিন্ন ৫ জওয়ান-সহ বিজেপি বিধায়কের দেহ

ছত্তিসগড়: ভোটের মুখে ফের মাওবাদী হামলা৷ বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি বিস্ফারণ৷ বিস্ফোরণে পাঁচ জওয়ান সহ এক বিজেপি বিধায়কের মৃত্যু হয়েছে৷ ছত্তিসগড়ে দান্তেওয়ারায় এই বিস্ফোরণ ঘটানো হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ P Sundar Raj, DIG-Anti-Naxal Ops: BJP MLA Bheema Mandavi killed in naxal attack in Dantewada pic.twitter.com/CcYVeKHwXT — ANI (@ANI) April 9, 2019 #SpotVisuals: Convoy

ae8cf70d8c9354a87720fa7d0d340965

IED বিস্ফোরণে ছিন্নভিন্ন ৫ জওয়ান-সহ বিজেপি বিধায়কের দেহ

ছত্তিসগড়: ভোটের মুখে ফের মাওবাদী হামলা৷ বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি বিস্ফারণ৷ বিস্ফোরণে পাঁচ জওয়ান সহ এক বিজেপি বিধায়কের মৃত্যু হয়েছে৷ ছত্তিসগড়ে দান্তেওয়ারায় এই বিস্ফোরণ ঘটানো হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷

IED বিস্ফোরণে ছিন্নভিন্ন ৫ জওয়ান-সহ বিজেপি বিধায়কের দেহজানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ভোটের প্রচারে যান বিজেপি বিধায়ক ভীম মাণ্ডবী৷ প্রচার শেষে ফেরার সময় বিজেপি নেতার কনভয় লক্ষ করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়৷ মুূহূর্তেই উড়ে যায় কনভয়৷ বিজেপি নেতার সঙ্গে থাকা পাঁচ সিআরপিএফ জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, মাওবাদীরা ওই কনভয় লক্ষ করে আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিময় চলছে। পাঁচ জওয়ানেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সারা দেশের সঙ্গে ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তীসগঢ়েও প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে৷ ভোটের এই এই হামলা কমিশনের চিন্তা আরও বাড়িয়েছে৷ এর আগে ছত্তিসগড়ে ভোট হবে তিন দফায়। ১১ এপ্রিল, ১৮ এপ্রিল ও ২৩ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *