ফের শো-কজ অনুব্রতকে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা কমিশনের

কলকাতা: ফের শো-কজ করা হল অনুব্রত মণ্ডলকে। এই নিয়ে ৫ বার তাঁকে শো-কজ করল নির্বাচন কমিশন। অন্যদিকে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ মামলা দায়ের করল নির্বাচন কমিশন৷ সম্প্রতি, এক পুলিশ কনস্টেবলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিশীথের বিরুদ্ধে। শনিবার প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রার্থী। সেখানেই স্বয়ংক্রিয় রাইফেলধারী এক কনস্টেবলের কাচে পরিচয়পত্র

837cc3e37b9432f38702e1032495ea70

ফের শো-কজ অনুব্রতকে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা কমিশনের

কলকাতা: ফের শো-কজ করা হল অনুব্রত মণ্ডলকে। এই নিয়ে ৫ বার তাঁকে শো-কজ করল নির্বাচন কমিশন। অন্যদিকে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ মামলা দায়ের করল নির্বাচন কমিশন৷

সম্প্রতি, এক পুলিশ কনস্টেবলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিশীথের বিরুদ্ধে। শনিবার প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রার্থী। সেখানেই স্বয়ংক্রিয় রাইফেলধারী এক কনস্টেবলের কাচে পরিচয়পত্র দেখতে চান প্রার্থী। না পাওয়ায়, কনস্টেবলকে তিরস্কার করে বলেন, আই কার্ড পকেটে না নিয়ে তিনি কী ভাবে ডিউটি করতে আসেন। কার অধীনে ওই কনস্টেবল ডিউটি করছেন, তাঁকে ফোন করতে বলেন প্রার্থী নিশীথ প্রামাণিক৷

অনুব্রত মণ্ডলের মুখে লাগাম টানতে এই নিয়ে পাঁচ বার পদক্ষেপ নির্বাচন কমিশনের। কখনও বিরোধীদের ‘গুড় বাতাসা’, কখনও ‘পাঁচন গেলানো’, কখনও ‘চড়াম চড়াম’, এবং ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে ‘নকুলদানা’ খাওয়ানো সংক্রান্ত সাম্প্রতিক বক্রোক্তি, একের পর এক বিতর্কিত এবং ইঙ্গিতবহ মন্তব্য করে বিতর্কের শিরোনামে এসেছেন বীরভূমের প্রবল প্রতাপান্বিত তৃণমূল নেতা অনুব্রত। ‘নকুলদানা’ নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের তরফে অভিযোগ জমা পড়েছিল কমিশনে। তারই জেরে কমিশন সতর্ক করে অনুব্রতকে। কমিশনের নির্দেশে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদালা চিঠি দিয়ে সতর্ক করা হয় অনুব্রতকে৷ কিন্তু, কোথায় কি? কমিশনের নটিস খেয়েও কিছুই এসে যায়নি অনুব্রর৷ উল্টে প্রিসাইডিং অফিসারের হুঁশিয়ারি দেন কেষ্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *