নয়াদিল্লি: দার্জিলিংয়ে ইভিএমের দ্বিতীয় মেশিনের একেবারে ওপরে ‘নোটা’ চিহ্ন রাখা চলবে না। এই দাবি জানাতে আগামীকাল বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল। আজ একথা জানিয়ে দিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়ান।
এছাড়া রাজ্যে জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিউটি করার নামে যাতে কোনওভাবে ভোটারদের ওপর বাড়াবাড়ি কিছু না করে, তার আরজি জানানো হবে। ডেরেক বলেন, ইভিএমের একটি ব্যালট ইউনিটে ১৬ টি বোতাম রয়েছে। ওদিকে, দার্জিলিংয়ে প্রার্থীই এবার ১৬ জন। তাই নোটা (নান অব দ্য অ্যাবভ) বোতামের জন্য আরও একটি ব্যালট ইউনিট লাগানো হচ্ছে। এবং সেখানে সবার ওপরে থাকছে নোটা বোতাম। বাকিগুলি ফাঁকা। ওই মেশিন দেখে ভোটাররা বিভ্রান্ত হবে বলেই তৃণমূলের অভিযোগ।