চোপড়া: বাংলা থেকে ৪২ আসন জিতে ফের দেশে সরকার গঠনের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কাজে সকলের ভোট গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি৷ বলেন, ‘‘সিপিএম-কংগ্রেসকে একটি ভোট দেবেন না৷ কারণ, ওদের দিয়ে কিছুই হবে না৷ বিজেপিকেও একটিও ভোট দেবেন না৷ ওরা সবাই এক৷ দিনে কংগ্রেস করে, রাতে বিজেপি৷ ফলে, দেশে পরিবর্তন চাইলে তৃণমূলকে ভোট দিন৷’’
বলেন, ‘‘বাংলায় তৃণমূল শক্তিশালী হলে, দেশে শক্তিশালী হবে৷ তাই বলছি, দার্জিলিং আসনটি আমাদের দিন৷ এই আসনটি আমাদের হাতে নেই৷ কারণ, আমি চাই পাহাড়ে শান্তি আসুক৷ পাহাড়ে শান্তি চাইলে তৃণমূলকে ভোটদিন৷’’
এদিন তৃণমূলের প্রতীক দেখিয়ে মমতা বলেন, ‘‘এই চিহ্নে ভোট দিন৷ এই চিহ্ন মুসলিম-হিন্দুদের৷’’ দার্জিলিংয়ে ইভিএমের প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘‘এক নম্বরে ভোট দিন৷ দ্বিতীয় ইভিএমে ভোট দেবেন না৷ মনে রাখবেন, তৃণমূল এক নম্বরে৷’’
বলেন, ‘‘বাংলায় তৃণমূল শক্তিশালী হলে, দেশে শক্তিশালী হবে৷ তাই বলছি, দার্জিলিং আসনটি আমাদের দিন৷ এই আসনটি আমাদের হাতে নেই৷ কারণ, আমি চাই পাহাড়ে শান্তি আসুক৷ পাহাড়ে শান্তি চাইলে তৃণমূলকে ভোটদিন৷’’
এদিন তৃণমূলের প্রতীক দেখিয়ে মমতা বলেন, ‘‘এই চিহ্নে ভোট দিন৷ এই চিহ্ন মুসলিম-হিন্দুদের৷’’ দার্জিলিংয়ে ইভিএমের প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘‘এক নম্বরে ভোট দিন৷ দ্বিতীয় ইভিএমে ভোট দেবেন না৷ মনে রাখবেন, তৃণমূল এক নম্বরে৷’’ দার্জিলিংয়ে ইভিএমের দ্বিতীয় মেশিনের একেবারে ওপরে ‘নোটা’ চিহ্ন রাখা চলবে না। এই দাবি জানাতে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল। জানিয়ে দিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়ান।
এছাড়া রাজ্যে জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিউটি করার নামে যাতে কোনওভাবে ভোটারদের ওপর বাড়াবাড়ি কিছু না করে, তার আরজি জানানো হবে। ডেরেক বলেন, ইভিএমের একটি ব্যালট ইউনিটে ১৬ টি বোতাম রয়েছে। ওদিকে, দার্জিলিংয়ে প্রার্থীই এবার ১৬ জন। তাই নোটা (নান অব দ্য অ্যাবভ) বোতামের জন্য আরও একটি ব্যালট ইউনিট লাগানো হচ্ছে। এবং সেখানে সবার ওপরে থাকছে নোটা বোতাম। বাকিগুলি ফাঁকা। ওই মেশিন দেখে ভোটাররা বিভ্রান্ত হবে বলেই তৃণমূলের অভিযোগ।
এদিন এসপি বদল নিয়েও কমিশনকে আক্রমণ করেন মমতা৷ বলেন, ‘‘দু’এক জন অফিসার বদলি করে কী হবে? সব অফিসার আমাদের৷ অফিসার দিয়ে ভোট হয়৷ ভোট দেয় জনতা৷ এবার জনতায় তৃণমূলকে জেতাবে৷’’ এদিন কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গও তোলেন তিনি৷ বলেন, ‘‘কেন্দ্র বাহিনী পাঠিয়ে বলছে, বিজেপির হয়ে কাজ করো৷ এই সব চলতে পারে না৷’’