প্রথম দফার নির্বাচনে কেমন থাকবে নিরাপত্তা? অঘটন ঘটলে ক্ষতিপূরণের ঘোষণা

কলকাতা: কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট৷ প্রস্তুতি শেষ৷ এবার পালা ভোটগ্রহণের৷ কেমন থাকবে প্রথম দফার ভোটের নিরাপত্তা ব্যবস্থার? কমিশন সূত্রে খবর, এবার কোচবিহারে মোট বুথ ২০১০টি৷ আলিপুরদুয়ারে বুথের সংখ্যা ১৮৩৪টি৷ দু’টি কেন্দ্রেই রয়েছে বহু সংখ্যক স্পর্শকাতর বুথ৷ আলিপুরদুয়ারে ১৮৩৪টি বুথের মধ্যে ৫৪৪টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে৷ কোচবিহারে স্পর্শকাতর বুথসংখ্যা ১১৫৩৷ কমিশন জানিয়ে

8ad3889ad5733534c46d9249573c66f9

প্রথম দফার নির্বাচনে কেমন থাকবে নিরাপত্তা? অঘটন ঘটলে ক্ষতিপূরণের ঘোষণা

কলকাতা: কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট৷ প্রস্তুতি শেষ৷ এবার পালা ভোটগ্রহণের৷ কেমন থাকবে প্রথম দফার ভোটের নিরাপত্তা ব্যবস্থার? কমিশন সূত্রে খবর, এবার কোচবিহারে মোট বুথ ২০১০টি৷ আলিপুরদুয়ারে বুথের সংখ্যা ১৮৩৪টি৷ দু’টি কেন্দ্রেই রয়েছে বহু সংখ্যক স্পর্শকাতর বুথ৷ আলিপুরদুয়ারে ১৮৩৪টি বুথের মধ্যে ৫৪৪টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে৷ কোচবিহারে স্পর্শকাতর বুথসংখ্যা ১১৫৩৷

প্রথম দফার নির্বাচনে কেমন থাকবে নিরাপত্তা? অঘটন ঘটলে ক্ষতিপূরণের ঘোষণাকমিশন জানিয়ে দিয়েছে, কোচবিহারের ৮৫৭টি বুথে এবং আলিপুরদুয়ারের ১০২০ বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী৷ কোচবিহারে মোট ৪৭ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে বুথ পাহারায় থাকবে ৪৫ কোম্পানি৷ কোচবিহারের ১টি ভোটকেন্দ্রে ২টি বুথ পর্যন্ত ৪ জন করে আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে৷ ১টি ভোটকেন্দ্রে ২টির বেশি বুথ থাকলে মোতায়েন থাকবে ৮ জন করে আধাসেনা৷ বাকি ২ কোম্পানির মধ্যে ১ কোম্পানি আধাসেনা কুইক রেসপন্স টিমে কাজ করবে৷ আর ১ কোম্পানি বাহিনী স্ট্রংরুমের নিরাপত্তায় থাকবে৷

আলিপুরদুয়ারে ১৮৩৪টি বুথের মধ্যে ৫৪৪টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে৷ আলিপুরদুয়ারে মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী থাকবে মোট ৮১৪টি বুথে৷ ১০২০টি বুথে থাকবে রাজ্য পুলিশ৷ দুই জেলা মিলিয়ে ৫৩৩টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে কমিশন৷ মোবাইল নিয়ে বুথে ঢোকা যাবে না৷ ভোট করাতে গিয়ে কোনও ভোটকর্মীর মৃত্যু হলে নিয়ম অনুসারে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *