কোনও পুরুষ যতই নৃশংস হোক না কেন…! ‘বৈবাহিক ধর্ষণে’ সুপ্রিম পর্যবেক্ষণ!

কোনও পুরুষ যতই নৃশংস হোক না কেন…! ‘বৈবাহিক ধর্ষণে’ সুপ্রিম পর্যবেক্ষণ!

ae8f6b3af3d0853ddb45142fd2a574ff

নয়াদিল্লি: কোনও পুরুষ যতই নৃশংস হোক না কেন, পুরুষ ও মহিলার বিবাহের পর যৌনমিলন হলে তাকে কী বৈবাহিক ধর্ষণ বলা যায়? সম্প্রতি একটি মামলার শুনানিতে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ নিয়ে এমনই পর্যবেক্ষণ  সুপ্রিম কোর্টের৷ প্রসঙ্গত, ২০১৯ সালে এক মহিলা তাঁর পুরুষসঙ্গী বিনয় প্রতাপ সিংয়ের নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনেন৷ যার পরিপ্রেক্ষিতেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের৷

বিনয় প্রতাপ সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনেন ওই মহিলা৷ জানা গিয়েছে, বিনয়ের সঙ্গে দু’বছর ধরে সম্পর্ক ছিল ওই মহিলার৷ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদে জানান, কোনও মহিলা বা পুরুষের তাঁর সঙ্গীকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়৷ এটি সঠিক নয়৷ একইসঙ্গে তিনি আরও বলেন, কোনও মহিলারও এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়৷

প্রধান বিচারপতি বোবদে আরও যোগ করে বলেন, “যদি কোনও পুরুষ এবং মহিলা একসঙ্গে থাকে স্বামী- স্ত্রী হিসাবে সেখানে পুরুষ নির্মম হতে পারে এবং অনেক অন্যায়ও করতে পারে কিন্তু সেটিকে কি ধর্ষণ বলা যেতে পারে?” এদিকে এই ঘটনায় অভিযুক্ত বিনয় সিংয়ের মতে, তার বিরুদ্ধে করা এফআইআরের কোনও মানে হয় না, কারণ তারা যখন একসঙ্গে থাকতেন, দুজনের অনুমতিতেই যৌনসম্পর্ক হয়েছে৷ একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরও অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার৷ তবে এহেন অভিযোগ করায় আদালত তাকে বলে অভিযোকারিনীর বিরুদ্ধে এহেন অভিযোগ তিনি করতে পারেন না৷

তবে অভিযোগকারিনী আইনজীবী জানিয়েছেন, মানালির একটি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল৷ এরপরই তাকে যৌন নির্যাতন করে বিনয় সিং৷ আদালত অভিযুক্তকে আট সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে সুরক্ষা দিয়েছে৷ নিয়মিত জামিনের আবেদন করার নির্দেশ দিয়েছেন৷

ছবি: Light in the Room

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *