৮০ কোটি টাকার বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে বৃদ্ধ

৮০ কোটি টাকার বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে বৃদ্ধ

 
নালা সোপারা: করোনাকালে লকডাউন চলাকালীন এরাজ্যে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে বহু অভিযোগ হয়েছে৷ তা নিয়ে বেশ কিছুদিন সরগরম ছিল রাজ্য রাজনীতি৷ সংবাদমাধ্যমেও সারাদিন সেই খবরই প্রকাশ পেয়েছে৷ অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাস্তায় নেমে চলেছে প্রতিবাদ আন্দোলনও৷ তবে সব সীমা ছাড়িয়ে গেল ৮০ কোটি টাকার বিদ্যুৎ বিলের খবর৷ খবরটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে৷ যদিও ঘটনাটি এরাজ্যের নয়, মহারাষ্ট্রের৷

মহারাষ্ট্রের নালা সোপারা শহরের নির্মল গ্রামে রাইস মিলে কাজ করা গণপত নায়েক ৮০ কোটি টাকার বিদ্যুৎ বিল হাতে পেয়ে অবাক হয়ে যান। বিলটি এক নজরে দেখার পরই গণপত নায়েককে উচ্চ রক্তচাপের জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নায়েকের নাতি নীরজ জানান, বিলটা যখন পান, তখন তাঁরা মিলে কাজ করছিলেন৷ বিলে পাওনা বকেয়া দেখে তাঁরা অবাক হয়ে যান৷ তিনি আরও বলেন, ‘প্রথমে, আমি ভেবেছিলাম, তাঁরা পুরো জেলার বিল আমাদের পাঠিয়ে দিয়েছে। পরে বুঝলাম, এটি কেবল আমাদেরই বিল৷’

এই অঞ্চলে ৮০ কোটি টাকার বিলের খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে বিদ্যুৎ বোর্ড৷ কী করে এমন বিল হল, তা তারা খতিয়ে দেখে। এমনকী দ্রুত বিলের ত্রুটি উদ্ধার করে সংশোধনও করে৷ মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড (এমএসইডিসিএল) জানিয়েছে, মিটার রিডিং নেয় যে সংস্থাটি, তারাই অজান্তে এই ভুল করেছে। বিলটি শীঘ্রই সংশোধন করা হয়। বিদ্যুৎ বোর্ডের আধিকারিক সুরেন্দ্র মোনেরে জানিয়েছেন,”সংস্থাটি ছয় সংখ্যার পরিবর্তে নয় অঙ্কের একটি বিল তৈরি করেছিল। আমরা যখন বিলটি পুনরায় চেক করছিলাম এবং সংশোধন করছিলাম, তখন ওই সংস্থার ভুলটি নজরে পড়ে৷ আমরা তাদের বিদ্যুতের মিটার ভালো করে দেখেছি এবং তাদের ছয় অঙ্কের নতুন বিল দিয়েছি। তারা এখন সন্তুষ্ট৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =