প্রথম চার ঘণ্টায় রেকর্ড ভোট পড়ল বাংলার দুই কেন্দ্র

শিলিগুড়ি: বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম বিভ্রাটের পরও রেকর্ড সংখ্যক ভোট পড়ল বাংলার দুই কেন্দ্রে৷ প্রথম চার ঘণ্টায় কোচবিহারে ভোট পড়েছে ৩৭.৮৫ শতাংশ৷ আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৪৩.২০ শতাংশ, জানিয়েছে নির্বাচন কমিশন৷ ভোট শুরু হতে না হতেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত আশান্তির খবর পাওয়া যায়৷ কুমারগ্রামে বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার

29ee21b1f3456ea16bde7f10b6c6c25f

প্রথম চার ঘণ্টায় রেকর্ড ভোট পড়ল বাংলার দুই কেন্দ্র

শিলিগুড়ি: বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম বিভ্রাটের পরও রেকর্ড সংখ্যক ভোট পড়ল বাংলার দুই কেন্দ্রে৷ প্রথম চার ঘণ্টায় কোচবিহারে ভোট পড়েছে ৩৭.৮৫ শতাংশ৷ আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৪৩.২০ শতাংশ, জানিয়েছে নির্বাচন কমিশন৷

ভোট শুরু হতে না হতেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত আশান্তির খবর পাওয়া যায়৷ কুমারগ্রামে বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷ সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনে ৪৬২টি অভিযোগ জমা পড়ে৷ ৪৩৬টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের৷ দিনহাটায় একাধিক বুথে ইভিএম খারাপ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিনহাটায় অসুস্থ হয়ে পড়েন ভোট কর্মী৷ তাঁকে ভর্তি করা হল হাসপাতালে৷ দিনহাটার মাতালহাট, নয়ারহাটে বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যায়৷ বুকে তৃণমূলের প্রতীক নিয়ে কুমারগ্রামে ভোট দেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকে৷ সংবাদমাধ্যমের নজর পড়তেই পরে তা সরিয়ে দেন তিনি৷

এদিন সকালে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ৷ বিএসএফ ভোট প্রভাবিত করছে। অবজারভার ফোন ধরছেন না। পুলিশ অবজারভার ভোট না মিটিয়ে জেলা ছাড়তে চাইছেন৷ মন্তব্য করেন  রবীন্দ্রনাথ ঘোষ৷ একই সঙ্গে কোচবিহারে একাধিক বুথে ইভিএম খারাপ, চক্রান্তের অভিযোগ তুললেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের৷

দিনহাটার ভেটগুড়িতে ৭/২৩৪ বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর৷ কোচবিহারের ভেটগুড়িতে ৭/২৩৪ বুথে ভিভিপ্যাট বিকল হওয়ার খবর পাওয়া যায়৷ এই বুথের ভোটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷
কোচবিহারের শীতলকুচির ১৩১ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরু হতে সমস্যা তৈরি হয়৷ কোচবিহারের নেতারহাটে ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷

ওকরাবাড়িতে ৭/২৫৬, ২৫৮, ২৬২, ২৬৮, ২৬৯ বুথে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী না থাকায় সেক্টর অফিসার কোনোও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ তোলে বিজেপি৷
দিনহাটার ভেটগুড়িতে ৭/২৩৪ বুথে পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর৷
মাথাভাঙায় বিজেপি কর্মী উপেন বর্মনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে৷ এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *