জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ‘ভুল’ ছিল, স্বীকার করলেন রাহুল

জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ‘ভুল’ ছিল, স্বীকার করলেন রাহুল

নয়াদিল্লি:  ১৯৭৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেওয়া জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ঠিক ছিল না৷ ‘ভুল’ স্বীকার করলেন রাহুল গান্ধী৷ সেই সঙ্গে বিজেপি’কে খোঁচা দিয়ে তিনি এও বলেন, ‘‘তবে সেই সময়ের পরিস্থিতি সঙ্গে বর্তমান সময়ের একটা মৌলিক পার্থক্য রয়েছে৷ জরুরি অবস্থা জারি করলেও কংগ্রেস দেশের প্রতিষ্ঠানগুলি দখলের চেষ্টা করেনি৷ এখন সেটাই হচ্ছে৷’’ 

আরও পড়ুন- করোনা রুখতে মরিয়া! সমস্ত বেসরকারি হাসপাতালে টিকাকরণের অনুমতি দিল কেন্দ্র

অর্থনীতিবিদ তথা আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বসুকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘আমি মনে করি জরুরি অবস্থার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল৷ একেবারেই ভুল ছিল৷ ঠাকুমা নিজেও মনে করতেন, ওই সিদ্ধান্তটা ঠিক ছিল না৷’’ রাহুল আরও জানান, তিনি কংগ্রেসের অভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে৷ যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, দেশকে সংবিধান দিয়েছিল এবং সমতার পক্ষে সওয়াল করেছিল৷ 

প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইন্দিরা আমলে দেশে জরুরি অবস্থা জারি করেছিল তৎকালীন কংগ্রেস সরকার৷ কংগ্রেসের এই সিদ্ধান্ত নিয়ে অতীতেও বহু সমালোচনা হয়েছে৷ মোদী সরকার ক্ষমতায় আসার পর বারবার জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে খোঁচা দেওয়া হয়েছে৷ কিন্তু পাঁচ রাজ্যে ভোটের আগে রাহুল গান্ধীর এই ভুল স্বীকার শোরগোল ফেলে দিয়েছে৷ জরুরি অবস্থার সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল বলে এবার নিজে স্বীকার করে নিলেন রাহুল৷ 

আরও পড়ুন- গুজরাটের পুরভোটে বিরাট সাফল্য বিজেপির! কার্যত মুছে গেল কংগ্রেস

গত বছরও কংগ্রেসকে জরুরি অবস্থা নিয়ে বিঁধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বলেছিলেন, ৪৫ বছর আগে ক্ষমতার লোভে একটি পরিবার দেশে জরুরি অবস্থা জারি করেছিল৷ এক রাতের মধ্যেই গোটা দেশ জেলখানায় পরিণত হয়েছিল৷ সংবাদমাধ্যম থেকে বিচার ব্যবস্থা, সব কিছুর স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল৷ সংসদেও কংগ্রেসকে জরুরি অবস্থার জন্য কাঠগড়ায় তুলেছিলেন মোদী-শাহ৷     

এদিন ভুল স্বীকার করে নিয়েও রাহুল বলেন, দেশের গণতন্ত্র রক্ষাকারী প্রতিষ্ঠানগুলির উপর সুকৌশলে আঘাত করা হচ্ছে। তাঁর অভিযোগ, সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সুপরিকল্পিত ভাবে আরএসএস-এর লোকদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =