ভারত-পাক যুদ্ধে পদক জয়ী জওয়ান আজ অটো চালক! জোটেনি পেনসন

ভারত-পাক যুদ্ধে পদক জয়ী জওয়ান আজ অটো চালক! জোটেনি পেনসন

হায়দরাবাদ: ১৯৭১ সাল৷ ভারত-পাকিস্তান যুদ্ধে বারুদের গন্ধ গায়ে মেখে লড়াই করেছিলেন এই বীর সৈনিক৷ পেয়েছিলেন গোল্ড মেডেল। সেই স্মৃতি আজও তাঁর মনে টাটটা। পাক রেঞ্জার্সের সামনে বীর বিক্রমে লড়াই করা, বন্দুক চালানো সেই হাত এখন অটোর স্টিয়ারিংয়ে বন্দি। বেঁচে থাকার তাগিদে ৭১-এর যুদ্ধের সেই সৈনিক এখন অটো চালক। হায়দরাবাদের পথে ছুটে বেড়ায় তাঁর অটো৷ 

আরও পড়ুন-  স্বামীর সঙ্গে থাকতে বাধ্য নন স্ত্রী! রায় সর্বোচ্চ আদালতের

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে বিশেষ অবদানের জন্য স্টার মেডেলে সম্মানিত করা হয়েছিল শেখ আব্দুল করিমকে৷ তিনি বলেন, ‘‘বাবার মৃত্যুর পর আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম৷ আমার বাবা প্রথমে ব্রিটিশ আর্মির সদস্য ছিলেন৷ পরে ভারতীয় সেনায় যুক্ত হন৷ ১৯৬৪ সালে আমি সেনাবাহিনীতে যোগ দিই৷’’ করিম আরও বলেন, ‘‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের শরিক ছিলাম৷ আমার পোস্টিং ছিল লাহৌলে৷ আমাকে স্টার মেডেলে সম্মানিত করা হয়েছিল৷ পেয়েছিলাম বিশেষ পুরস্কার৷’’ কিন্তু ইন্দিরা জমানায় চাকরি খোয়াতে হয়েছিল তাঁকে৷ 

প্রাক্তন এই সেনাকর্মী বলেন, ‘‘ইন্দিরা গান্ধীর শাসনকালে ভারতীয় সেনায় বাড়তি কর্মী থাকায়, অনেককেই পদ থেকে সরানো হয়েছিল৷ সেই তালিকায় ছিলাম আমিও৷ সেনাবাহিনীতে থাকার সময় সরকারি জমির জন্য আবেদন করেছিলাম৷ গোল্লাপালি গ্রামে পাঁচ একর জমি দেওয়া হয়েছিল আমাকে৷ সেই জমি এখন তেলেঙ্গানায়৷’’ তিনি জানান, তাঁকে যে পাঁচ একর জমি দেওয়া হয়েছিল, ২০ বছর পর তা সাত গ্রামবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়৷ এই বিষয়ে অভিযোগ জানানোর পর একই জরিপ নম্বরে তাঁকে আরও পাঁচ একর জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু এখনও জমি দেওয়া হয়নি৷ প্রায় ১ বছর হতে চলল, এখনও নথি প্রস্তুত হল না৷ 

করিম জানান, সেনাবাহিনীতে থেকে বহিষ্কৃত হওয়ার পর নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে৷ এমনকী মাথা গোঁজার জন্য একটা বাড়িও তৈরি করতে পারেননি তিনি৷ ৭১ বছর বয়সে পৌঁছেও পরিবারের পেট ভরাতে অটো চালাতে হচ্ছে তাঁকে৷ পরিবারের ভরণপোষমের দায় তাঁ বৃদ্ধ কাঁধে৷ করিমের কথায়, ‘‘একজন সৈনিক হিসাবে ৯ বছর আমি দেশের সেবা করেছি৷ কিন্তু আমাকে সেনাবাহিনী থেকে অপসারিত করা হল৷ আর এখন ৭১ বছর বয়সে অটো চালাচ্ছি৷ আমার পরিবারের পেট ভারানোটাই আমার কাছে বড় দায়৷’’ 

আরও পড়ুন- তাজমহলে বোমাতঙ্ক, বন্ধ করা হল সমস্ত ফটক

গোল্ড মেডেল পেলেও, জোটেনি পেনসন৷ কোনও রকম সরকারি সাহায্য৷ তাই সরকারের কাছে তাঁর আর্জি, প্রাক্তন সেনাকর্মীদের যেন আর্থিক ভাবে সাহায্য করা হয়৷ গরিব মানুষদের জন্য দু’ কামরার যে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, তাঁর মতো অসহায় প্রাক্তন সেনাদেরও যেন তা দেওয়া হয়৷ যাতে শেষ জীবনটা তাঁরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =