বিজেপিকে ভোট দেবেন না, আত্মহত্যার আগে চিঠি কৃষকের

হরিদ্বার: বিজেপি’কে ভোট নয়, আত্মহত্যার আগে চিঠি লিখে আরজি কৃষকের। মোদী সরকার গত ৫ বছরে কৃষকদের জন্য কী কী কাজ করেছেন তার হিসাব দিলেন উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় বসবাসকারি কৃষক ঈশ্বরচাঁদ শর্মা (৬৫)। তিনি আত্মহত্যার আগে চিঠিতে লিখেছেন ‘গত ৫ বছরে কৃষকদের শেষ করে দিয়েছে বিজেপি। তাদের একটিও ভোট দেবেন না। বিজেপি ফের ক্ষমতায় এলে সবাইকে

বিজেপিকে ভোট দেবেন না, আত্মহত্যার আগে চিঠি কৃষকের

হরিদ্বার: বিজেপি’কে ভোট নয়, আত্মহত্যার আগে চিঠি লিখে আরজি কৃষকের। মোদী সরকার গত ৫ বছরে কৃষকদের জন্য কী কী কাজ করেছেন তার হিসাব দিলেন উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় বসবাসকারি কৃষক ঈশ্বরচাঁদ শর্মা (৬৫)।

তিনি আত্মহত্যার আগে চিঠিতে লিখেছেন ‘গত ৫ বছরে কৃষকদের শেষ করে দিয়েছে বিজেপি। তাদের একটিও ভোট দেবেন না। বিজেপি ফের ক্ষমতায় এলে সবাইকে চা বিক্রেতা বানিয়ে ছাড়বে’। কৃষকদের জন্য যে সুবিধার কথা বিজ্ঞাপনে মোদী সরকার বলেন তার কোনটাই পাননি তিনি, দাবি পরিবারের।

কৃষকদের নিয়ে অনেক প্রকল্পের কথা বলেছে বিজেপি সরকার। বড় ব্যবসায়ীদের যতটা না সাহায্য করেছে তার এক ছিটেও কৃষকদের জন্য করেনি। কৃষির উন্নয়ন শুধু বিজ্ঞাপনেই। সহায়ক মূল্য, ঋণ মকুব ইত্যাদি শুধু নামেই, আদতে কিছুই করেনি নরেন্দ্র মোদীর সরকার। উলটে ছোট খাটো যত ব্যবসা ছিল, তা নোট বন্দির ফলে লাটে উঠেছে সেই সমস্ত ব্যবসাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =