রাজনীতির পেশায় থেকে ১৬.৫৩ কোটির মালিক সোনিয়া-স্মৃতি

নয়াদিল্লি: একজন ছিলেন গৃহবধূ৷ অন্যজন ছিল অভিনেত্রী৷ দলগত পার্থক্য থাকলেও ‘পরিস্থিতি’ তাঁদের রাজনীতির ময়দানে এনে ফেলেছে৷ আর সেখান থেকেই রাজনীতিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন সোনিয়া গান্ধী, স্মৃতি ইরানি৷ কিন্তু, রাজনীতির পেশা থাকলেও নয়নয় করে কম সম্পত্তির মালিক নয়, দুই নেত্রী৷ একজন ১১.৮২ কোটির মালিক, অন্যজন ৪.৭১ কোটির মালিক৷ বৃহস্পতিবার রায়বরেলিতে মনোনয়ন জমা দিয়েছেন সোনিয়া গান্ধী৷

রাজনীতির পেশায় থেকে ১৬.৫৩ কোটির মালিক সোনিয়া-স্মৃতি

নয়াদিল্লি: একজন ছিলেন গৃহবধূ৷ অন্যজন ছিল অভিনেত্রী৷ দলগত পার্থক্য থাকলেও ‘পরিস্থিতি’ তাঁদের রাজনীতির ময়দানে এনে ফেলেছে৷ আর সেখান থেকেই রাজনীতিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন সোনিয়া গান্ধী, স্মৃতি ইরানি৷ কিন্তু, রাজনীতির পেশা থাকলেও নয়নয় করে কম সম্পত্তির মালিক নয়, দুই নেত্রী৷ একজন ১১.৮২ কোটির মালিক, অন্যজন ৪.৭১ কোটির মালিক৷

বৃহস্পতিবার রায়বরেলিতে মনোনয়ন জমা দিয়েছেন সোনিয়া গান্ধী৷ হলফনামায় সম্পত্তি দেখিয়েছেন মাত্র ১১.৮২ কোটি টাকার৷ ২০১৪ সালের দায়ের করা হলফনামায় ৯.২৮ কোটি টাকা মূল্যের সম্পত্তির উল্লেখ করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী৷ দল ক্ষমতায় না থেকেও পাঁচ বছরে প্রায় আড়াই কোটি বাড়িয়ে ফেলেন ইউপিএ চেয়ারম্যান৷

এফিডেভিট সোনিয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪.২৯ কোটি টাকা৷ ছেলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর থেকে ৫ লক্ষ টাকা ধার দিয়েছেন বলেও দেখিয়েছেন৷ নগদ ৬০ লক্ষ টাকা আছে তাঁর কাছে৷ ব্যাঙ্কে আছে ১৬.৫ লক্ষ টাকা৷ ১২৬৭.৩ গ্রাম সোনা, ৮৮ কেজি রূপো রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ রয়েছে একটি ফৌজদারি মামলা৷

অন্যদিকে, স্মৃতি ইরানি তাঁর হলফনামায় ৪.৭১ কোটি টাকার বেশি অর্থমূল্যের সম্পত্তির উল্লেখ করেছেন৷ তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ১.৭৫ কোটি টাকা৷ স্থাবর সম্পত্তি ২.৯৬ কোটি টাকা৷ অস্থাবর সম্পত্তির মধ্যে ৩১ মার্চ পর্যন্ত তাঁর কাছে নগদ ৬.২৪ লক্ষ টাকা আছে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৯ লক্ষ টাকার বেশি৷ ১৩.১৪ লক্ষ টাকার একটি গাড়ি, ২১ লক্ষ টাকার গহনা-অলঙ্কার আছে স্মৃতির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =