নয়াদিল্লি: তাঁকে ভোট না দিলে মুসলিমদের তিনি চাকরি দেবেন না। সরাসরি হুমকি মানেকা গান্ধির। সুলতানপুরের তুরাবখানি গ্রামে এক জনসভায় কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী বলেন, মুসলিমদের সাহায্য ছাড়া জিততে তাঁর ভালো লাগবে না। তাঁর আবেগে ধাক্কা লাগবে।
এরপর যখন মুসলিমরা তাঁর কাছে কাজের জন্য আসবেন, তখন তিনিও ভাববেন, বয়েই গেল। এতে কী আসে যায়। শেষপর্যন্ত চাকরিটাই তো কথা। তাঁর তিন মিনিটের এই বক্তৃতা এখন ভাইরাল। এমন প্রত্যক্ষ সাম্প্রদায়িক বক্তব্যের জন্য মনোকার নিন্দাও হচ্ছে সর্বত্র। তিনি বুঝিয়ে দিয়েছেন, এটা দেওয়া নেওয়ার ব্যাপার। “এটা তো হতে পারে না যে নির্বাচনে আপনাদের ভোট না পেলেও আমি আপনাদের কেবল দিয়েই যাব। আমরা মহাত্মা গান্ধির সন্তান নই।” আগের কেন্দ্র পিলিভিট থেকে মানেকা এবার দাঁড়িয়েছেন সুলতানপুরে। মানেকা বলেন, পিলিভিটে গিয়ে দেখে আসুন, আমি কত কাজ করেছি।