নয়াদিল্লি: সেনাবাহিনীকে ভোটের রাজনীতিতে টেনে আনার প্রতিবাদ জানালেন সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনার প্রাক্তন প্রধানরা। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল আরও ১৫০ জন প্রাক্তন সেনা অফিসার।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি লিখেছেন তাঁরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মোদিজি কি সেনা মন্তব্যের নিন্দা করেছেন তাঁরা। রাষ্ট্রপতি সেনাবহিনীর সুপ্রিম কম্যান্ডার। রাজনৈতিক নেতারা যেভাবে নজিরবিহীনভাবে এয়ার স্ট্রাইকের জন্য কৃতিত্ব নিচ্ছেন, তা অস্বাভাবিক ও আদৌ গ্রহণযোগ্য নয়। চিঠিতে সই করেছেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী, সুনিথ ফ্রান্সিস রদরিগস, দীপক কাপুর, নৌবাহিনীর প্রাক্ন প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস, বিষ্ণু ভগবত, অরুণ প্রকাশ, সুরেশ মেহতা, বায়ুসেনার প্রাক্তন প্রধান এন সি সুরি। তাধের বক্তব্য নির্বাচন কমিশনের পদক্ষেপের কোনও প্রমাণ এখনও দেখা যায়নি। নেতাদের আচরণেও কোনও পরিবর্তন হয়নি।