দ্বন্দ্ব অব্যাহত ঠাকুরবাড়িতে, চলছে বাগযুদ্ধ

বারাসত: পারিবারিক দ্বন্দ্ব অব্যাহত ঠাকুরবাড়িতে। চলছে বাগযুদ্ধও। নির্বাচনের আবহে সেই ছবিই উঠে এল ঠাকুরবাড়ির অন্দর থেকে। নির্বাচনের আবহ। রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে বাগযুদ্ধ। উত্তর ২৪ পরগনার ঠাকুরবাড়িতেও পাওয়া গেল তার ঝাঁঝ। শুক্রবার হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, কোনও অবস্থাতেই তৃণমূলের জয় আটকানো যাবে না।

দ্বন্দ্ব অব্যাহত ঠাকুরবাড়িতে, চলছে বাগযুদ্ধ

বারাসত: পারিবারিক দ্বন্দ্ব অব্যাহত ঠাকুরবাড়িতে। চলছে বাগযুদ্ধও। নির্বাচনের আবহে সেই ছবিই উঠে এল ঠাকুরবাড়ির অন্দর থেকে। নির্বাচনের আবহ। রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে বাগযুদ্ধ। উত্তর ২৪ পরগনার ঠাকুরবাড়িতেও পাওয়া গেল তার ঝাঁঝ।

শুক্রবার হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, কোনও অবস্থাতেই তৃণমূলের জয় আটকানো যাবে না। বাগদায় নির্বাচনী প্রচারে গিয়ে তারই পালটা দিয়েছেন শান্তনু ঠাকুরও। নাম না করে তিনি জানিয়েছেন, মমতাবালা ঠাকুরের হার সময়ের অপেক্ষা। নির্বাচন ঘিরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে ঠাকুর বাড়ির দুই প্রার্থীর মধ্যেই। মতুয়াদের সমর্থন নিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতাবালা ও শান্তনু ঠাকুর দুজনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =