শান্তিনিকেতন: ভোট ঘোষণার দিন থেকে বীরভূমের রাজনীতি সরগরম হয়ে উঠেছে নকুলদানাকে নিয়ে। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল প্রত্যেক জনসভায় গিয়ে দলীয় কর্মীদের ভোটারদের নকুলদানা খাওয়ানোর নির্দেশ দেন। এজন্য বেশ কয়েকবার নির্বাচন কমিশনের তরফে অনুব্রতবাবুকে শোকজ করা হয়েছে। এনিয়ে আমেরিকা থেকে তাঁকে চিঠি পাঠাল নকুলদানা হোল সেলার অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা।
চিঠিতে অবশ্য কী বলতে চাওয়া হয়েছে স্পষ্ট নয়। এদিন বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে এই চিঠি নিয়ে সাংবাদিক বৈঠক করেন অনুব্রতবাবু। চিঠি প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, নকুলদানাকে ভালোবাসেন, তাই আমেরিকার এক ভদ্রলোক আমাকে চিঠি পাঠিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। ভোটের পর নিশ্চয়ই তাঁকে উত্তর পাঠাব। চিঠিতে লেখা রয়েছে, ভোটারদের নকুলদানা দিতে বলে মনে করছেন তাঁরা আপনাদের ভোট দেবে? আপনি নকুলদানা খেতে চাইলে আমরা দিতে পারি। কিন্তু, এটা কি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে? ভুলে যাবেন না, আপনার উচ্চ রক্তচাপ আছে। আপনার স্ত্রী ও মেয়ে কেমন রয়েছেন? তাঁরাও কি নকুলদানা ভালোবাসেন? আপনি উল্লেখ করেছেন, কমিশন নকুলদানা খায়। আপনি কি জানেন, আপনার নিরাপত্তারক্ষীরাও নকুলদানা খায়?