করোনা-কালে ‘ঈশ্বরের দূত’ সোনু সুদকে বিরল সম্মান! বিমানজুড়ে কৃতজ্ঞতা

স্পাইসজেটের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে

মুম্বই: করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও। গরীবের ত্রাতা সোনু সুদের কীর্তিকে সম্মান জানাতে এবার তৈরি হল অভিনব নজির।

সোনু সুদকে সম্মান জানাতে নতুন রূপ দেওয়া হল আস্ত একটা বিমানকে, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। স্পাইসজেট সংস্থার তরফে একটি বিমানের গোটা পরিসর জুড়ে আঁকা হয়েছে সোনু সুদের ছবি। সঙ্গে রয়েছে বলিউড অভিনেতার প্রতি কৃতজ্ঞতার বার্তাও। বিমানটির গায়ে সোনু সুদের প্রতি কৃতজ্ঞতাবশত লেখা হয়েছে, “রক্ষাকর্তা সোনু সুদকে আমাদের স্যালুট”। অভিনব এই কীর্তিতে আপ্লুত অভিনেতা।

এদিন সোশ্যাল মিডিয়ায় স্পাইসজেট বিমানটির কিছু ছবি পোস্ট করেন সোনু সুদ। সেই সঙ্গে পুরোনো দিনের কথা মনে করে ভাসেন আবেগেও। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “অসংরক্ষিত টিকিটে মোগা থেকে মুম্বাই এসেছিলাম, সেই দিনের কথা মনে পড়ছে। আজকের দিনে আমার মা বাবাকে আরো বেশি করে মিস করছি।” পাশাপাশি এত ভালোবাসার জন্য সকলকে অশেষ ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন সোনু সুদ। সেই থেকে যে মানবসেবার সূচনা তিনি করেছেন আজও তাতে ছেদ পড়েনি। লকডাউনের কঠিন সময় পার হয়ে গেছ।কিন্তু সোনু সুদ তাঁর কাজ চালিয়ে গেছেন। কখনো অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিয়ে, কখনো বা অসুস্থ রোগীর নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে মন জিতেছেন তিনি। মাস কয়েক আগে পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবেও ঘোষণা করা হয়েছিল সোনু সুদকে, তাঁর মায়ের নামে নামকরণ করা হয়েছিল পাঞ্জাবের রাস্তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =