“বৃষ্টির জল নষ্ট নয়”! জল সংকট মোচনে কড়া বার্তা মোদীর

অদূর ভবিষ্যতে দেশের ২৫৪টি জেলায় ভয়াবহ জল সংকট দেখা দেবে

নয়াদিল্লি: রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রীষ্মকালে জল সংকট কাটাতে বহুদিন আগেই “জল ধরো, জল ভরো” প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার। বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে সংকট মুক্তির কথা বলা হয়েছে সেই প্রকল্পে। কিন্তু এবার দেশের ক্ষেত্রেও ওই একই নীতি অনুসরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-  প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে মরোনোত্তর গান্ধী শান্তি পুরস্কার বঙ্গবন্ধুকে

এক ফোঁটা বৃষ্টির জলও নষ্ট করা যাবে না, এদিন এক সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর  বৃষ্টির জলকে বাঁচিয়ে দেশের বিভিন্ন এলাকায় জলের অভাব মেটাতে বদ্ধ পরিকর বিজেপি সরকার। আর সেই উদ্দেশ্যেই এদিন জলশক্তি অভিযান প্রকল্পের সূচনা করেছেন নরেন্দ্র মোদী। সোমবার এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করা হয় একটি ভার্চুয়াল বৈঠকের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত। এছাড়াও অনলাইনে উপস্থিত ছিলেন  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঠিক কী বলা হয়েছে এই প্রকল্পে? জানা গেছে, জলের সংকট মেটানোর জন্য মোদী সরকার এখন ব্যবহার করতে চাইছে ১০০ দিনের প্রকল্পকে। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, “১০০ দিনের কাজের বেশিরভাগ টাকা জল সংরক্ষণ ও সরবরাহের কাজে লাগানো হবে।” বর্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত এই কাজ পুরোদমে চলবে বলেও ঘোষণা করেছেন তিনি।

 

কেন্দ্র সূত্রের খবর, জলশক্তি অভিযান প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল দেশের নদীগুলির মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন। এছাড়াও বৃষ্টির জলকে ধরে রেখে তা ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে। জানা গেছে, সারা দেশে মোট ৭৩৪ টি জেলার ৬ লাখ গ্রামে এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করা হবে। মার্চ মাস থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজ চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন- ‘পরিশ্রম করেন, তাই করোনা হয় না বিজেপি কর্মীদের’, হাসির খোরাক হলেন গেরুয়া নেতা

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে দিন দিন বাড়ছে জল সংকট। সরকারি তথ্য অনুযায়ী, অদূর ভবিষ্যতেই দেশের ২৫৪টি জেলায় জলের সংকট চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। তাই আগেভাগেই তোড়জোড় শুরু করেছে কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =