রামনবমীতে নিরস্ত্র মিছিল বিজেপির

কলকাতা: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আবেদনে সাড়া দিয়ে শনিবার কলকাতার অধিকাংশ রামনবমীর মিছিলে অস্ত্রের দেখা মিলল না। চলতি বছর লোকসভা ভোটের মধ্যে রামনবমী তিথি পড়ে যাওয়ায় ভিএইচপি’র তরফে আর্জি জানানো হয়েছিল নিরস্ত্র শোভাযাত্রা বের করার। সেই ডাকে সাড়া দিয়ে শহরে একাধিক শোভাযাত্রায় বিজেপি নেতারা খালি হাতেই যোগ দিয়েছিলেন। একথা জানিয়ে ভিএইচপি’র পূর্বাঞ্চলীয় ক্ষেত্রীয় সাধারণ সম্পাদক

ecd9292a54b8cf821d932705e370c271

রামনবমীতে নিরস্ত্র মিছিল বিজেপির

কলকাতা: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আবেদনে সাড়া দিয়ে শনিবার কলকাতার অধিকাংশ রামনবমীর মিছিলে অস্ত্রের দেখা মিলল না। চলতি বছর লোকসভা ভোটের মধ্যে রামনবমী তিথি পড়ে যাওয়ায় ভিএইচপি’র তরফে আর্জি জানানো হয়েছিল নিরস্ত্র শোভাযাত্রা বের করার।

সেই ডাকে সাড়া দিয়ে শহরে একাধিক শোভাযাত্রায় বিজেপি নেতারা খালি হাতেই যোগ দিয়েছিলেন। একথা জানিয়ে ভিএইচপি’র পূর্বাঞ্চলীয় ক্ষেত্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শচীন্দ্রনাথ সিনহা বলেন, কলকাতায় ৬০ থেকে ৭০টি রামনবমীর মিছিল বের হয়েছিল। প্রতিটিই ছিল নিরস্ত্র। কারণ, এবছরের জন্য ভিএইচপি’র তরফে আগাম সাফ নির্দেশিকা দেওয়া হয়েছিল, শোভাযাত্রায় অস্ত্র ব্যবহার করা যাবে না। লালবাজারের তরফেও জানানো হয়েছে, শহরে অস্ত্র ছাড়া মিছিল হয়েছে। যা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। রামনবমীর এই কার্যক্রম উপলক্ষে কোনও গ্রেপ্তারি কিংবা মামলা রুজুর ঘটনাও ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *