বাংলার হাইপ্রোফাইল প্রার্থীদের উপর বড়সড় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

কলকাতা: হাইপ্রোফাইল প্রার্থীদের উপর কড়া নিষেধাজ্ঞা চাপাল নির্বাচন কমিশন৷ ভোটের উত্তাপে ভয়ের পরিবেশ রখতে লোকসভার নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের কনভয় নিয়ে পাড়ায় পাড়ায় ঢুকে ভোট প্রচারে নিষেধ করল নির্বাচন কমিশন৷ কমিশনের পক্ষ থেকে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থীদের নিরাপত্তারক্ষীর কনভয় নিয়ে পাড়ায় ঢুকতে পারবে না৷ প্রচারের জন্য নিরাপত্তারক্ষী নিয়ে হেঁটে ঘুরতে হবে৷ ভোটের

1a121fffdbbcfc2166ebaef2a5e3ef9d

বাংলার হাইপ্রোফাইল প্রার্থীদের উপর বড়সড় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

কলকাতা: হাইপ্রোফাইল প্রার্থীদের উপর কড়া নিষেধাজ্ঞা চাপাল নির্বাচন কমিশন৷ ভোটের উত্তাপে ভয়ের পরিবেশ রখতে লোকসভার নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের কনভয় নিয়ে পাড়ায় পাড়ায় ঢুকে ভোট প্রচারে নিষেধ করল নির্বাচন কমিশন৷

কমিশনের পক্ষ থেকে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থীদের নিরাপত্তারক্ষীর কনভয় নিয়ে পাড়ায় ঢুকতে পারবে না৷ প্রচারের জন্য নিরাপত্তারক্ষী নিয়ে হেঁটে ঘুরতে হবে৷ ভোটের আগে কোনও রকম ভয়ের পরিবেশ না হয়, তার জন্য কমিশনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ নিরাপত্তারক্ষীদের কনভয় নিয়ে ভোট প্রচারের বিরুদ্ধে জেলা থেকে নানা অভিযোগ জমা পড়েছে কমিশনে৷ তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷

অতিরিক্ত সিইও সঞ্জয় বসু জানিয়েছেন, কোনও কনভয়েই ১০টির বেশি গাড়ি রাখা যাবে না৷ প্রার্থীর হোক বা কোনও স্টার ক্যাম্পেনারের কনভয় হোক, ১০টি গাড়ির কনভয়ের পর ১০০ মিটার গ্যাপ দিয়ে ফের গাড়ি যেতে পারে৷ ১০টির বেশি গাড়ি কনভয়ে গেলে পুলিশ তার অনুমতি দেবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *