বদাউন: জঙ্গিদের সঙ্গে ‘ইলু ইলু’ করছে কংগ্রেস। নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানকে হাতিয়ার করে বিরোধীদের তোপ দাগতে গিয়ে শনিবার এমনই সরস মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ওই হিন্দি গানে ব্যবহৃত ‘ইলু’ শব্দের পুরো কথাটি হল ‘আই লাভ ইউ’।
এদিন বদাউনের বিজেপি প্রার্থী সঙ্ঘমিত্রা মৌর্যের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘রাহুলবাবার গুরু স্যাম পিত্রোদা বলছেন, পাকিস্তানে বোমা না ছুঁড়ে মধ্যস্থতা করুন। রাহুলবাবা, আপনার দল যদি জঙ্গিদের সঙ্গে ইলু ইলু করতে চাইলে করতে পারে। কিন্তু, আমাদের অভিসন্ধি একেবারে স্পষ্ট, যদি একটিও গুলি চলে তাহলে আমরা বোমা ছুঁড়ে সেটার জবাব দেব।’ শুধু তাই নয়, বিজেপি সভাপতি এও দাবি করেন, কংগ্রেসের ১০ বছরের শাসনকালে যখন সেনা জওয়ানদের মাথা কেটে নেওয়া হচ্ছিল, তখনও সরকার চুপ করে বসেছিল। তিনি বলেন, ‘এখন দেশে মৌনিবাবা মনমোহন সিং নয়, নরেন্দ্র মোদির সরকার আছে। …হামলার মাত্র ১৩ দিনের মাথায় পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে ফিরে এসেছে ভারতীয় বায়ুসেনা।’