নয়াদিল্লি: বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ অনেক দিন আগে থেকেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই দুই দফায় নির্বাচন হয়ে গিয়েছে, আগামীকাল তৃতীয় দফার নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু ভোটারদের নয় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন! সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। একইসঙ্গে বিজেপি চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।
এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটারদের ভয় দেখাচ্ছেন তা নয়, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন যারা বাংলায় স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট করাতে গিয়েছেন। ভোটারদের ভয় দেখানো হচ্ছে এই বলে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের সঙ্গে কি হবে। এই কারণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে বাংলায় আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে।
Mamata Banerjee is not only threatening voters but also threatening central forces who are there to ensure free & fair polls. Voters are being told that what will happen to them after central forces go back.We’ve requested EC for deployment of more forces: Union Minister MA Naqvi
— ANI (@ANI) April 5, 2021
এর পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলছেন শুধুমাত্র মুসলিমরা ভোট দিতে পারবে! পশ্চিমবঙ্গে নির্বাচনী আদর্শ আচরণ বিধি অমান্য করা হচ্ছে বারবার। সেই কারণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
In WB, MCC violation & criminal violation of Representation of People Act is being done. TMC chief & CM says that Muslims should vote for TMC in unison. We’ve requested EC that FIR be registered against Mamata Banerjee & action be taken against TMC & her: Union Minister MA Naqvi pic.twitter.com/2buw0JOXN8
— ANI (@ANI) April 5, 2021
উল্লেখ্য, জনসভা করে একাধিকবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করে মন্তব্য করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানায় এনে তিনি দাবি করেছেন যে বিজেপি তাদের গাড়ি থেকে টাকা বিলি করছে এবং ভোট লুট করার চেষ্টা করছে বাংলায়। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই সব কার্যকলাপ চলছে।