‘ভোট দেখে কাজ দেব’, ফের বেলাগাম মানেকা

নয়াদিল্লি: ফের বেলাগাম মানেকা। তাঁর ভোটের বিনিময়ে কাজের মন্তব্যের পর এবার ভোটার অনুযায়ী তিনি এ,বি, সি,ডি আলাদা করে দেখবেন৷ সেইমতো ভোটের পর তাদের পুরস্কৃত করবেন৷ মানেকার ফর্মুলা, যেসব গ্রাম বিজেপির জন্য ৮০ শতাংশ ভোট দেবে তারা থাকেব এ ক্যাটাগরিতে। যারা ৬০ শতাংশ ভোট দেবে তারা থাকবে বি ক্যাটাগরিতে৷ ৫০ ভাগের কম ভোট দেবে যে গ্রাম

‘ভোট দেখে কাজ দেব’, ফের বেলাগাম মানেকা

নয়াদিল্লি: ফের বেলাগাম মানেকা। তাঁর ভোটের বিনিময়ে কাজের মন্তব্যের পর এবার ভোটার অনুযায়ী তিনি এ,বি, সি,ডি আলাদা করে দেখবেন৷ সেইমতো ভোটের পর তাদের পুরস্কৃত করবেন৷

মানেকার ফর্মুলা, যেসব গ্রাম বিজেপির জন্য ৮০ শতাংশ ভোট দেবে তারা থাকেব এ ক্যাটাগরিতে। যারা ৬০ শতাংশ ভোট দেবে তারা থাকবে বি ক্যাটাগরিতে৷ ৫০ ভাগের কম ভোট দেবে যে গ্রাম তারা সি ক্যাটাগরি ও ৩০ শতাংশেরও কম যেসব গ্রাম ভোট দেবে তারা ডি ক্যাটাগরির৷

সেইসব দেখে গ্রামগুলির জন্য উন্নয়নের কাজ করা হবে৷ ৮০ ভাগ কাজ পাবে এ, ৬০ ভাগ বাকিরা। মানেকা জানান, তিনি পিলিভিটেও একইরকম ব্যবস্থা চালু করেছিলেন। একদিন আগেই মানেকা মুসলিমদের বলেছিলেন, তাঁকে ভোট না দিলে তিনি কাজ দেবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =