করোনা রোগীর অ্যাম্বুল্যান্স থামিয়ে আখের রসে মজেছেন স্বাস্থ্যকর্মী

করোনা রোগীর অ্যাম্বুল্যান্স থামিয়ে আখের রসে মজেছেন স্বাস্থ্যকর্মী

ভোপাল: দেশজুড়ে হু হু করে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্কিত আমজনতা, তখন এক স্বাস্থ্যকর্মীর বেপরোয়া মনোভাবে তাজ্জব ভোপালবাসী৷ কোভিড ১৯ আক্রান্ত এক রোগীকে নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তায় অ্যাম্বুল্যান্স দাঁড় করিয়ে আখের রস খেতে নামলেন এক স্বাস্থ্যকর্মী৷ শুধু তাই নয়, অ্যাম্বুল্যান্সের দরজা খুলে পিপিই পরা আর এক স্বাস্থ্যকর্মী মুখ থেকে মাস্ক থুতনিতে নামিয়ে রাখলেন৷ জনসমক্ষে এ ভাবে থাকা সম্পূর্ণরূপে নিয়ম বহির্ভূত৷ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া৷

ভিডিওয় দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স থামিয়ে রাস্তার ধারে আখের রস খেতে নেমে পড়লেন পিপিপি পরা এক স্বাস্থ্যকর্মী৷ আর তাঁর সহকর্মী অ্যাম্বুল্যান্সেই বসে থাকলেও, তাঁর মুখে মাস্ক ঠিকমতো পরা নেই, থুতনিতে নামিয়ে রাখা৷ ব্যস্ত ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হেঁটে যাচ্ছেন বহু পথচারী৷ মধ্যপ্রদেশের শাহদল জেলার ঘটনা৷ গোটা ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করলেন পথচলতি এক ব্যক্তি৷ ক্যামেরা করতে করতেই তাঁকে ওই স্বাস্থ্যকর্মীকে বলতে শোনা গিয়েছে, ‘আপনি একজন করোনা রোগীকে নিয়ে যাচ্ছেন৷ আর মাস্কটাও ঠিক মতো পরেননি৷’ এই প্রশ্ন শুনে স্বাস্থ্যকর্মীর সটান জবাব, ‘আমি তো করোনা আক্রান্ত নই৷ আমি শুধু একজন রোগীকে নিয়ে যাচ্ছি৷ আমায় আখের রস খেতে দিন৷’ যদিও পরে তিনি যখন বুঝতে পারেন তাঁর বক্তব্য ভিডিও করা হচ্ছে, তখন তিনি মাস্ক ঠিক করে পরে নেন৷

 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে যে ১০টি রাজ্যে করোনা ব্যাপকভাবে থাবা বসিয়েছে, তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ৷ এই রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৪১,৯৬৮৷ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ দেশজুড়ে করোনার সংক্রমণ ক্রমবর্ধমান৷ এই অবস্থায় একজন স্বাস্থ্যকর্মীর এই বেপরোয়া আচরণ স্বাভাবিকভাবে চিন্তা আরও বাড়াচ্ছে৷ আরও অনেক বেশি সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =