সরকারি কর্মীদের ‘শিক্ষা’ দিতে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার, তুঙ্গে বিতর্ক

কলকাতা: নিরাপত্তার দাবিতে সরকারি কর্মীদের বিদ্রোহে যখন উত্তাল বাংলা, ঠিক তখনই সরকারি কর্মীদের ঘুরিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন দলবদল করা তৃণমূল নেতা উদয়ন গুহ৷ ফেসবুক পোস্ট করে বিদ্রোহ প্রকাশ করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নয়া বার্তা তৃণমূল বিধায়কের৷ সোমবার দুপুরে উদয়ন গুহ সরকারি কর্মীদের উদ্দেশে ফেসবুকে লেখেন, ‘‘অনেকের বাড়িতে খেয়ে চাকরি করতে ভালো লাগছে না। তাঁদের সমস্যার

b7c9a09cb495b2eba0e3fc863985d244

সরকারি কর্মীদের ‘শিক্ষা’ দিতে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার, তুঙ্গে বিতর্ক

কলকাতা: নিরাপত্তার দাবিতে সরকারি কর্মীদের বিদ্রোহে যখন উত্তাল বাংলা, ঠিক তখনই সরকারি কর্মীদের ঘুরিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন দলবদল করা তৃণমূল নেতা উদয়ন গুহ৷ ফেসবুক পোস্ট করে বিদ্রোহ প্রকাশ করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নয়া বার্তা তৃণমূল বিধায়কের৷

সরকারি কর্মীদের ‘শিক্ষা’ দিতে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার, তুঙ্গে বিতর্কসোমবার দুপুরে উদয়ন গুহ সরকারি কর্মীদের উদ্দেশে ফেসবুকে লেখেন, ‘‘অনেকের বাড়িতে খেয়ে চাকরি করতে ভালো লাগছে না। তাঁদের সমস্যার সমাধান হবে৷’’ আর এই পোস্ট সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক৷ অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, তাহলে কি নিরাপত্তার দাবিতে বিদ্রোহ দেখানো সরকারি কর্মীদের ধরে ধরে ‘ডানা’ ছাঁটবেন তৃণমূল বিধায়ক? নাকি, সরকারি কর্মীদের ‘শিক্ষা’ দিতে পুরানো পদ্ধতি অনুযায়ী গণবদলির পথে হাঁটবে সরকার? সোশ্যাল মিডিয়াজুড়ে সরকারি কর্মী মহলে শুরু হয়েছে নয়া জল্পনা৷

কেন্দ্রীয় বাহিনী পেলে ভোট করতে যাবেন না বলে আন্দোলনে নেমেছিলেন বহু সরকারি কর্মী৷ আর তাতেই অস্বস্তি বেড়েছে শাসকদলের৷ নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে শাসকদলের সরকারি কর্মীমহলেও৷ ফলে, বহু সংগঠন এবারের ভোটে অনেকেই সক্রিয় ছিলেন না বলেও দলের অন্দরে শোনা যাচ্ছে৷ এসব নিয়েই অসন্তোষ দানা বেঁধেছ৷ জল্পনা চলছে, ভোট পর্ব মিটে গেলেই গণবদলি শুরু হবে৷ আর তাই উদয়নবাবুর এমন পোস্ট! অভিযোগ বিজেপি শিবিরের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *