পদ্ম ছেড়ে কংগ্রেসে স্বামী, স্ত্রী লেখালেন সমাজবাদীতে নাম

নয়াদিল্লি: কিছুদিন আগেও তিনি ছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা৷ ভোটের বাজারে সুযোগ বুঝে কংগ্রেসের যোগ দিয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ স্বামী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের পরপরই এবার সমাজবাদী পার্টিতে নাম লেখানেন শত্রুঘ্নর স্ত্রী পুনম সিনহা৷ আজ, মঙ্গলবার লখনউয়ে সপা নেত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে দলে সামিল হয়েছেন পুনম৷ অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের সঙ্গে শত্রুঘ্ন-পত্নীর ছবি ট্যুইট করে সপা৷

পদ্ম ছেড়ে কংগ্রেসে স্বামী, স্ত্রী লেখালেন সমাজবাদীতে নাম

নয়াদিল্লি: কিছুদিন আগেও তিনি ছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা৷ ভোটের বাজারে সুযোগ বুঝে কংগ্রেসের যোগ দিয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ স্বামী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের পরপরই এবার সমাজবাদী পার্টিতে  নাম লেখানেন শত্রুঘ্নর স্ত্রী পুনম সিনহা৷

আজ, মঙ্গলবার লখনউয়ে সপা নেত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে দলে সামিল হয়েছেন পুনম৷ অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের সঙ্গে শত্রুঘ্ন-পত্নীর ছবি ট্যুইট করে সপা৷ দলে নাম লেখানোর সঙ্গে সঙ্গে পুনমকে লখনউ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রাজনাথ সিংহের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে খবর বাজারে ছড়িয়েছে৷  আজই লখনউয়ে মনোনয়ন পেশ করেন রাজনাথ৷ তার আগে ডিম্পল-পুনম বৈঠক ঘিরে তুঙ্গে জাতীয় রাজনীতি৷

বিহারের পাটনা সাহিব কেন্দ্রে আইনমন্ত্রী রবিশংকর প্রসাদকে প্রার্থী হিসেবে ঘোষণা হতেই বিজেপি থেকে বেরিয়ে আসেন বিহারীবাবু। এরপরেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে দলবদল করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =