লখনউ: একাধিকবার বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিছুদিন আগেও এই রাজ্যে প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। এবার বাংলা থেকে প্রচার করে রাজ্যে ফিরতেই ভাইরাস আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আপাতত তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি করোনাভাইরাস ভ্যাকসিন নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তার পরেই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। যোগীর পাশাপাশি ভাইরাস আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ কুমার যাদব। তিনিও এখন আইসোলেশনে।
কিছুদিন আগেই যোগী আদিত্যনাথের দফতরের একাধিক কর্মী করোনাভাইরাস আক্রান্ত হন। তারপরে তিনি নিজেকে আইসোলেশনে নিয়ে যান। যদিও এখন তার করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে। এই নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন তিনি এবং জানিয়েছেন পরবর্তী সময়ে যে কর্মসূচি রয়েছে তা তিনি ভার্চুয়ালি করবেন। একইসঙ্গে বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনাভাইরাস পরীক্ষা করার কথা বললেন তিনি। যোগীর মত ভাইরাস আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনিও টুইট করে এই খবর জানিয়েছেন সকলকে এবং বলেছেন তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২৩ হাজার বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। এটাই আপাতত করোনা ভাইরাসের নতুন রেকর্ড। আগের মতই সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে মহারাষ্ট্রের। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের জনতা কারফিউ ঘোষণা করা হয়েছে। কর্নাটক, কেরল এবং তেলেঙ্গানার পরিস্থিতিও খুব একটা ভাল নয়। ভাল নয় বাংলার হালও। সেই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।