আজ বিকেল: ভোটের কাজে গিয়ে নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন রাজ্যের শিক্ষকরা। প্রথম দফার ভোটে কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার সরেনি, এই অভিযোগে সরব শিক্ষক সংগঠন। দ্বিতীয় দফার ভোটে যাতে সেই পরিস্থিতি পুনরায় না ঘটে তা নিশ্চিত করতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ অবস্থান। এদিন এই অবস্থানের বিরুদ্ধেই মুখ খুলে হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
অনেকের বাড়িতে খেয়ে চাকরি করতে ভাল লাগছে না, এবার তাদের সমস্যার সমাধান হবে। ফেসবুকে এই পোস্টটি করেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ। এরপরেই হুমকির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, ভোটের কাজে যাওয়া ভোটকর্মীদের হুমকি দিয়েছেন ওই তৃণমূল নেতা। খবর পেয়েই নেতার সাফাই তিনি কোনওরকম হুমকি দেননি। আসলে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাই তিনি বলেছেন। সবার বুঝতে একটু ভুল হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গই হোক কিংবা উত্তরবঙ্গ ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর দাবিতে নির্বাচনের কাজের জন্য নির্দিষ্ট হওয়া সরকারি কর্মীরা বিশেষ করে স্কুল শিক্ষকরা বিক্ষোভ দেখিয়েছেন । যাতে বেকায়দায় পড়ে যায় নির্বাচন কমিশন। পরোক্ষে বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন। কেননা তারা পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতার কথা বলেছিলেন।