দুর্নীতির জেরে বাতিল লোকসভার নির্বাচন, অনুমোদন রাষ্ট্রপতির

নয়াদিল্লি: দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন ঘটনা৷ দুর্নীতির অভিযোগে স্থগিত নির্বাচন৷ নির্বাচন কমিশনের সুপারিশে বাতিল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রের নির্বাচন৷ ১৮ এপ্রিল সেখানে ভোটগ্রহণের কথা ছিল৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কেন্দ্রের ডিএমকে প্রার্থী কাথির আনন্দের দপ্তর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়৷ এই ঘটনার পর নির্বাচন বাতিলের সুপারিশ করে কমিশন৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

দুর্নীতির জেরে বাতিল লোকসভার নির্বাচন, অনুমোদন রাষ্ট্রপতির

নয়াদিল্লি: দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন ঘটনা৷ দুর্নীতির অভিযোগে স্থগিত নির্বাচন৷ নির্বাচন কমিশনের সুপারিশে বাতিল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রের নির্বাচন৷ ১৮ এপ্রিল সেখানে ভোটগ্রহণের কথা ছিল৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কেন্দ্রের ডিএমকে প্রার্থী কাথির আনন্দের দপ্তর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়৷ এই ঘটনার পর নির্বাচন বাতিলের সুপারিশ করে কমিশন৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা গ্রহণ করে ভোটের বিজ্ঞপ্তিটি বাতিল করেন৷ মঙ্গলবার আইনমন্ত্রকের বিধান পরিষদীয় শাখায় সেখানে ভোট বাতিলের সুপারিশ পাঠানো হয়।

গত ৩০ মার্চ আয়কর দপ্তরের লোকজন কাথির আনন্দের বাবা দুরাই মুরুগানের বাসভবনে হানা দেয়। নির্বাচনের পিছনে হিসাব-বহির্ভূত অর্থের ব্যবহার হচ্ছে, এমন সন্দেহেই সেখানে তল্লাসি হয়। সেখানে ১০.৫০ লক্ষ টাকা উদ্ধার করে আয়কর৷ দুদিন বাদে আয়কর দাবি করে, ওই জেলাতেই এক ডিএমকে নেতার সহযোগীর সিমেন্টের গুদাম থেকে ১১.৫৩ কোটি টাকা মিলেছে৷ পর পরই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =