অবশেষ মঞ্জুর জামিন, সাড়ে ৩ বছর পর জেল মুক্তির পথে লালু প্রসাদ যাদব

অবশেষ মঞ্জুর জামিন, সাড়ে ৩ বছর পর জেল মুক্তির পথে লালু প্রসাদ যাদব

পাটনা: অবশেষে পশুখাদ্য দুর্নীতি মামলায় জামিন পেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব৷ শনিবার ‘দুমকা ট্রেজারি’ মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি লালুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। শনিবার শেষ পর্যন্ত মিলল স্বস্তি৷ 

আরও পড়ুন- ‘মোদীর স্ক্রু ঢিলা’, দিদির গালি মজবুরিতে বলছি! এ কী বললেন নমো?

মোট চারটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন আরজেডি সুপ্রিমো৷ এর আগে ইতিমধ্যেই তিনটি মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন তিনি৷ বাকি একটি মামলায় জামিন পাওয়ার অপেক্ষায় ছিলেন৷ শনিবার চতুর্থ মামলায় জামিন পাওয়ায় অবশেষ জেলমুক্তি ঘটছে তাঁর৷ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকার সময় দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হন লালু৷ ৭ বছরের জেল হয় তাঁর। ২০১৭ সাল থেকে জেল বন্দি রয়েছেন তিনি৷ তবে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে৷ কিন্তু ২০২১-এর জানুয়ারি মাসে শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লিতে এইমস-এ ভর্তি করা হয়  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন লালু। তাঁর অনুপস্থিতিতেই বিহারে বিধানসভা ভোটে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তরুণ তুর্কী তেজস্বী যাদব৷ তেজস্বী লালুর ছোট ছেলে৷ তিনি কড়া টক্কর দিয়েছিলেন জেডিইউ-বিজেপি জোটকে৷ একক সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে উঠে আসে আরজেডি৷ তবে তাঁকে হারতে হয় জোটের কাছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =