মাস্ক না পরলেই মোটা অঙ্কের জরিমানা! সংক্রমণ রুখতে রেলের কড়া দাওয়াই

মাস্ক না পরলেই মোটা অঙ্কের জরিমানা! সংক্রমণ রুখতে রেলের কড়া দাওয়াই

b168f91c069baff49379969952510204

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেশ বাসীর আতঙ্ক বাড়িয়ে দিয়েছে বহুগুণ। দিনপ্রতি সংক্রমণ এবং মৃত্যুর হার যে হারে বাড়ছে তাতে ঘুম উড়েছে সকলের। গতবছরের দুঃস্বপ্নের স্মৃতি যেন সকলের মনে ফিরে আসছে যে আবার হয়তো লকডাউন কার্যকরী হবে। যদিও এবার সম্পূর্ণ লকডাউন কার্যকরী করতে হয়ত প্রস্তুত নয় কেন্দ্রীয় সরকার নিজেও। তাই সংক্রমণ রুখতেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই প্রেক্ষিতে এবার বড় ঘোষণা করল ভারতীয় রেল। বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, এবার থেকে ট্রেনে বা স্টেশনে যদি কেউ মাস্ক না পরেন তাহলে তার ৫০০ টাকা জরিমানা হবে! অতএব এবার থেকে ট্রেনে উঠলে বা স্টেশনে ঢুকলে মাস্ক পরা বাধ্যতামূলক।

মাস্ক পরার পাশাপাশি স্টেশন চত্বরে যত্রতত্র থুথু ফেলার ব্যাপারেও কড়া পদক্ষেপ নিয়েছে রেল। বিপরীতে দিয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই ধরনের আচরণ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই কারণে রেলের নিয়মবিধি প্রত্যেক যাত্রীকে মানতে হবে। তাই এই প্রেক্ষিতে বড় অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে এবং ন্যূনতম  আগামী ৬ মাস এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দিনপ্রতি ভাইরাস সংক্রমণ দেশে ব্যাপক ভাবে বেড়েছে। বিগত কয়েক দিনে মোট আক্রান্ত প্রায় ৫ লক্ষের কাছাকাছি। একইভাবে বাড়ছে মৃত্যুর হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *