কলকাতা: ভোটের বাজারে বাংলায় আরও এক নির্বাচনী আধিকারিককে নিয়োগ করল নির্বাচন কমিশন৷ স্পেশাল পুলিশ অবজার্ভারের পর বাংলার জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ কমিশনের৷
বৃহস্পতিবার বাংলায় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণে আগে রাজ্যের জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ১৯৮৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিহারের নির্বাচন দপ্তরের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক অজয় ভি নায়েককে সেই পদে বসানো হল। দ্বিতীয় দফার ভোটের শুরুতেই দায়িত্ব ভার গ্রহণ করবেন তিনি৷
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণের আগে বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে দিয়েছিল নির্বাচন কমিশন৷ প্রথমে বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মাকে নিয়োগ করা হলেও পরে তৃণমূলের আপত্তিতে তাঁকে সরিয়ে প্রাক্তন আইপিএস কর্তাকে বিবেক দুবেকে সে পদে বসানো হয়েছে। কমিশনের এ দিনের ঘোষণায় পরিষ্কার দ্বিতীয় দফার ভোট পুরো নজর থাকবে নতুন পর্যবেক্ষকের।