করোনার দ্বিতীয় ঢেউ ‘কম শক্তিশালী’ ৭০% আক্রান্তই ৪০ ঊর্ধ্ব, জানাল ICMR

করোনার দ্বিতীয় ঢেউ ‘কম শক্তিশালী’ ৭০% আক্রান্তই ৪০ ঊর্ধ্ব, জানাল ICMR

নয়াদিল্লি: দেশে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ যে ভাবে মধ্যপ্রদেশে গণ-চিতা জ্বলার ছবি বা দিল্লির কবরস্থানের খবর মিলেছে, তাতে শিউড়ে উঠেছে গোটা দেশ৷ এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খবর দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ 

আরও পড়ুন- টিকা নিয়ে কী হবে? ফায়দা দেবে ‘পাউচ’, মদের লাইনে দাবি মহিলার

সোমবার দেশবাসীকে আশ্বস্ত করে আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) বলরাম ভার্গভ বলেন, প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ ‘কম তীব্র’ বা কম শক্তিশালী৷ তিনি আরও বলেন, ‘স্পষ্টতই আমরা যে লক্ষ্যণগুলি দেখতে পাচ্ছি, সেগুলি আগের থেকে অনেক হালকা৷ গাঁটে গাঁটে ব্যথা, ক্লান্তি, পেশী ব্যথা, ঘ্রাণশক্তি নষ্ট হওয়া বা গলা ব্যথার মতো লক্ষ্যণগুলো এবার অনেক কম৷ তবে দ্বিতীয় ঢেউয়ে শ্বাসকষ্ট অনেকটাই বেশি৷ ফলে অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে৷ ১০,০০০ মানুষের উপরে একটি সমীক্ষা করার পর আইসিএমআর জানিয়েছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মৃত্যু হারে খুব বেশি পার্থক্য নেই। যদিও বলা হচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তরুণরা আগের থেকে বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু এটা ঠিক নয়৷ দুটি ঢেউয়ের ক্ষেত্রেই দেখা গিয়েছে ৭০ শতাংশ আক্রান্তের বয়স ৪০ ঊর্ধ্ব৷ 

আরও পড়ুন- প্রতি ৩ মিনিটে ১ জনের মৃত্যু! করোনার কোপে মহারাষ্ট্র এখন মৃত্যুপুরী

ভার্গভ আরও জানান, আরটি-পিসিআর টেস্ট গোল্ট স্ট্যান্ডার্ড৷ অর্থাৎ এটাই সেরা৷ এক্ষেত্রে দুটি বা তার চেয়ে বেশি জিন পরিমাপ করা হয়৷ ফলে কোনও মিউট্যান্ট সনাক্ত না হওয়ার সম্ভাবনা নেই৷ তবে আমাদের দেশে নিয়মে শিথিলতা রয়েছে৷ কোভিড-১৯ অনুপযুক্ত আচরণ এবং বিভিন্ন অজানা মিউটেশন রয়েছে৷ এর মধ্যে কিছু ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট৷ আগে থেকে সতর্ক হলে করোনা পরিস্থিতি এই জায়গায় পৌঁছত না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =