আমরা দেশে ২ জন প্রধানমন্ত্রী বানাতে দেব না: অমিত শাহ

মহারাষ্ট্র: ভোটের প্রচারে গিয়ে ফের ভারতীয় সেনার সাফল্য তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মহারাষ্ট্রে দাঁড়িয়ে অমিতের হুঙ্কার, ‘‘বালাকোটে এয়ারস্ট্রাইক করে পুলওয়মায় ৪২ জওয়ানের অকাল মৃত্যুর বদলা নিয়েছে ভারত৷’’ এদিনের প্রচার মঞ্চ থেকে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি সভাপতি৷ বলেন, ‘‘কাশ্মীর ভারতের অখণ্ডনীয় অংশ, কেউ তা কেড়ে নিতে পারবে না৷ আমরা ভারতে দু’জন প্রধানমন্ত্রী

3eb184a2483121fe1dd6fc394183eb99

আমরা দেশে ২ জন প্রধানমন্ত্রী বানাতে দেব না: অমিত শাহ

মহারাষ্ট্র: ভোটের প্রচারে গিয়ে ফের ভারতীয় সেনার সাফল্য তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মহারাষ্ট্রে দাঁড়িয়ে অমিতের হুঙ্কার, ‘‘বালাকোটে এয়ারস্ট্রাইক করে পুলওয়মায় ৪২ জওয়ানের অকাল মৃত্যুর বদলা নিয়েছে ভারত৷’’

এদিনের প্রচার মঞ্চ থেকে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি সভাপতি৷ বলেন, ‘‘কাশ্মীর ভারতের অখণ্ডনীয় অংশ, কেউ তা কেড়ে নিতে পারবে না৷ আমরা ভারতে দু’জন প্রধানমন্ত্রী হতে দেব না৷’’ মহারাষ্ট্রে দাঁড়িয়ে এদিন এনসিপির সঙ্গে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতাদেরও একহাত দেন অমিত৷ বিশেষ করে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন৷ বলেন, “কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। কেউ তা কেড়ে নিতে পারবে না। আমরা তা হতে দেব না। যতদিন বিজেপির অস্তিত্ব থাকবে কাশ্মীর ভারতেই থাকবে। আমরা দেশে ২ জন প্রধানমন্ত্রী বানাতে দেব না।” সম্প্রতি জম্মু-কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী ও পৃথক রাষ্ট্রপতির দাবি করেছিলেন ওমর। তাঁর এই বক্তব্যের জাবাব দেন তিনি৷ একই সঙ্গে নরেন্দ্র মোদির সেনাপতি জোর গলায় বলেন, বালাকোটে এয়ারস্ট্রাইক করে পুলওয়মায় ৪২ জওয়ানের অকাল মৃত্যুর বদলা নিয়েছে ভারত। এই বদলা নেওয়ার কাজ চলতে থাকবে বলেও জানান বিজেপি সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *