বন্ধ নয়, কয়েকদিনের জন্য বাড়ল করোনা যোদ্ধাদের জীবন বিমার মেয়াদ

বন্ধ নয়, কয়েকদিনের জন্য বাড়ল করোনা যোদ্ধাদের জীবন বিমার মেয়াদ

নয়াদিল্লি: গতবছর করোনাভাইরাস যোদ্ধাদের জন্য পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। হেলিকপ্টার থেকে ফুল ছোড়া এবং যোদ্ধাদের সম্মান জানানোর জন্য থালা বাজানো থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছিল। পাশাপাশি চালু করা হয়েছিল তাদের জন্য বিশেষ বীমা। তবে এক বছর ঘুরতে না ঘুরতেই দেখনদারি শেষ! বন্ধ হয়ে যাওয়ার পথে সেই করোনা যোদ্ধাদের বীমা। এখন যখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত দেশ, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় সরকার এই বিমার মেয়াদ বাড়াল মাত্র ছয় দিনের জন্য।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত বছরের মার্চ মাসে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল এটির মেয়াদ বাড়ানো হয়েছে ২৪ এপ্রিল ২০২১ পর্যন্ত। এই প্রকল্পের তরফে করোনাভাইরাস যোদ্ধাদের যে ৫০ লক্ষ টাকার বিমা সেটি দেওয়া হবে। তবে এই ঘোষণায় পরিষ্কার আপাতত বন্ধ করে দেওয়া হবে এই বিমার পরিষেবা। গত বছর ৩০ মার্চ থেকে প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই পরিষেবা চালু হয় এবং পরবর্তী ক্ষেত্রে তার মেয়াদ বাড়িয়ে ২৪ মার্চ ২০২১ করা হয়েছিল। এবার সেই সময় সীমা বাড়ানো হয়েছে ২৪ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ২৮৭ জন করোনা যোদ্ধার পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে, এবার থেকে আর সেই সাহায্য পাবে না করোনা যোদ্ধাদের পরিবার। তবে, নতুন করে করোনা যোদ্ধাদের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে জানান হয়েছে। 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। যা রবিবারের থেকে প্রায় ১২ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =