কেন্দ্রীয় বাহিনীর না পেলে ভোট নেওয়া যাবে না! বিক্ষোভ জনতার

রায়গঞ্জ: কেন্দ্রীয় বাহিনী না আসলে ভোট করানো যাবে না৷ এই দাবি তুলে ভোটগ্রহণ পর্ব শুরু করতেই দিলেন না স্থানীয় বাসিন্দারা৷ হেমতাবাদের মহজমপুরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা৷ এলাকায় অশান্তির খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছল ক্যুইক রেসপন্স টিম৷ তবে, প্রশাসনের তরফে স্থানীয়দের বোঝানোর চেষ্টা করা হলেও মানতে নারাজ তাঁরা৷ এদিন সকালে সাতটা থেকে

কেন্দ্রীয় বাহিনীর না পেলে ভোট নেওয়া যাবে না! বিক্ষোভ জনতার

রায়গঞ্জ: কেন্দ্রীয় বাহিনী না আসলে ভোট করানো যাবে না৷ এই দাবি তুলে ভোটগ্রহণ পর্ব শুরু করতেই দিলেন না স্থানীয় বাসিন্দারা৷ হেমতাবাদের মহজমপুরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা৷ এলাকায় অশান্তির খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছল ক্যুইক রেসপন্স টিম৷ তবে, প্রশাসনের তরফে স্থানীয়দের বোঝানোর চেষ্টা করা হলেও মানতে নারাজ তাঁরা৷

এদিন সকালে সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু করা কথা থাকলেও তীব্র আপত্তি জানান স্থানীয়রা৷ বুথে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ৷ স্থানীয়দের অভিযোগ, ভোটের দিনের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী৷ শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্য পুলিশের উপর স্থানীয়দের কোনও আস্থা নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়৷ শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় বাসিন্দারা৷

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখানো রায়গঞ্জের আব্দুলঘাট গ্রামে বাহিনী পৌঁছে গেলেও সকাল সাতটা পর্যন্ত বুথে ছিলেন না ভোটকর্মীরা৷ বুথে নিজেদের নিরাপদ না ভেবে গাঢাকা দেন ভোট কর্মীরা৷ পরে, পর্যাপ্ত নিরাপত্তা পেয়ে বুথে গিয়ে ভোট শুরু করেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =