গুলি-বোমা-লাঠিচার্জ-সংঘর্ষের আবহে চলছে গণতন্ত্রণের উৎসব!

শিলিগুড়ি: চলছে ভোট৷ তুঙ্গে সন্ত্রাস৷ বাংলার তিন কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব দেখা দিলেও রায়গঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৪৫ শতাংশ৷ জলপাইগুড়িতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৬.৮৪ শতাংশ৷ দার্জিলিংয়ে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৬.১৪ শতাংশ৷ জানিয়েছে নির্বাচন কমিশন৷ ভোটগ্রহণ শুরু হতেই একাধিক বুথে ইভিএম বিকল হওয়ার খবর এসেছে৷ কোচবিহারের হলদিবাড়িতে পাঁচটি বুথে ইভিএম

গুলি-বোমা-লাঠিচার্জ-সংঘর্ষের আবহে চলছে গণতন্ত্রণের উৎসব!

শিলিগুড়ি: চলছে ভোট৷ তুঙ্গে সন্ত্রাস৷ বাংলার তিন কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব দেখা দিলেও রায়গঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৪৫ শতাংশ৷ জলপাইগুড়িতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৬.৮৪ শতাংশ৷ দার্জিলিংয়ে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৬.১৪ শতাংশ৷  জানিয়েছে নির্বাচন কমিশন৷

গুলি-বোমা-লাঠিচার্জ-সংঘর্ষের আবহে চলছে গণতন্ত্রণের উৎসব!ভোটগ্রহণ শুরু হতেই একাধিক বুথে ইভিএম বিকল হওয়ার খবর এসেছে৷ কোচবিহারের হলদিবাড়িতে পাঁচটি বুথে ইভিএম খারাপের অভিযোগ৷ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কোচবিহারের মেখলিগঞ্জের ৪৬ নং বুথে বিক্ষোভ৷ দেরিতে শুরু ভোটগ্রহণ পর্ব৷ উত্তর দিনাজপুরের চোপড়ার বিভিন্ন জায়গায় গোলমালের অভিযোগ৷ জনতাকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ পাল্টা বোমাবাজির অভিযোগ চোপড়ায়৷

দার্জিলিংয়ে সেন্ট টেরেসা স্কুলে লাইন খুব ধীর গতিতে এগোচ্ছে বলে ভোটারদের অভিযোগ৷ জলপাইগুড়ির হাকিমপাড়া বিএফপি স্কুলের ১৮/২২৬ নং বুথে ইভিএম বিকলের অভিযোগ৷ ইভিএম বিকল হওয়ায় ভোটারদের দীর্ঘ লাইন৷ ইসলামপুরের মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণকেন্দ্রে বিদ্যুৎ নেই৷ ঘর ঘুরে দেখলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম৷

গুলি-বোমা-লাঠিচার্জ-সংঘর্ষের আবহে চলছে গণতন্ত্রণের উৎসব!অন্যদিকে, দার্জিলিংয়ের নেপালি গার্লস সোশ্যাল সার্ভিস সেন্টারে ভোটারদের লাইন৷ দার্জিলিংয়ের সেন্ট টেরেসা স্কুলে ইভিএম খারাপ৷  সাময়িকভাবে বন্ধ ভোটগ্রহণ পর্ব৷ শিলিগুড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন সংসদ সদস্য বিজয়চন্দ্র বর্মন৷ জলপাইগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডে ভোটারদের লম্বা লাইন৷ শিলিগুড়ির ফাঁসি দেওয়ার দুটি বুথে বিকল ইভিএম৷ কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে একটি বুথে ভোটারদের লম্বা লাইন৷ কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জিএফপি স্কুলে ৮০ নম্বর বুথে ইভিএম সমস্যা, ব্যাহত ভোটগ্রহণ পর্ব৷ ভিভিপ্যাডে সমস্যায় এখনও ভোটগ্রহণ শুরু হয়নি ইসলামপুরের ২৯/১৩৫ নং বুথে৷ শিলিগুড়ির ১৮/২৪ জলডুমুর সাহুকলোনী এবং ১৮/২৩ ছটকিয়াভিটায় ইভিএম খারাপ৷ শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতি স্কুলে ইভিএম বিকল, আধঘন্টা দেরিতে শুরু ভোটগ্রহণ৷ শিলিগুড়ির একটিয়া সাল মহিপাল বিএফ স্কুলের দুটি ইভিএম খারাপ হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − three =