পুলিশের সামনেই আক্রান্ত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম

রায়গঞ্জ: একদিকে চলছে, গুলি-বোমা-লাঠিচার্জ-পাথরবৃষ্টি, অন্যদিকে আক্রান্ত রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিম৷ তাঁর গাড়িতে হামলার অভিযোগ৷ ইসলামপুরে তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ রিগিংয়ের প্রতিবাদ করায় হামলা হয় বলে অভিযোগ তাঁর৷ এদিন তিনি সংবাদ মাধ্যমে জানান, ভোট শুরু হতেই একাধিক এলাকা থেকে বুথ দখল করার খবর পাচ্ছিলেন তিনি৷ শাসকদলের দুষ্কৃতীরা দাঁড়িয়ে থেকে ভোট পরিচালনা করছে

পুলিশের সামনেই আক্রান্ত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম

রায়গঞ্জ: একদিকে চলছে, গুলি-বোমা-লাঠিচার্জ-পাথরবৃষ্টি, অন্যদিকে আক্রান্ত রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিম৷ তাঁর গাড়িতে হামলার অভিযোগ৷ ইসলামপুরে তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ রিগিংয়ের প্রতিবাদ করায় হামলা হয় বলে অভিযোগ তাঁর৷

এদিন তিনি সংবাদ মাধ্যমে জানান, ভোট শুরু হতেই একাধিক এলাকা থেকে বুথ দখল করার খবর পাচ্ছিলেন তিনি৷ শাসকদলের দুষ্কৃতীরা দাঁড়িয়ে থেকে ভোট পরিচালনা করছে বলে অভিযোগ পান সেলিম৷ কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট লুঠের অভিযোগ ওঠে৷ কমিশনে অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায়  ইসলামপুরে যান তিনি৷ সেখানেই তাঁর গাড়িতে হামলা হয়৷

এদিন সংবাদমাধ্যমে বাম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, ‘‘পুলিশের সামনেই আমার গাড়ি ভাঙচুর করা হল৷ পুলিশ ছিল দর্শকের ভূমিকায়৷ আমরা তৃণমূলের রিগিংয়ের প্রতিবাদ জানিয়েছিলাম৷ প্রতিবাদ জানানোর পরপরই পুলিশের সামনে হামলা চালানো হল৷ তৃণমূলের গুন্ডারা এসে তাণ্ডব চালিয়েছে৷ আমরা বিষয়টি কমিশনে জানিয়েছি৷’’

সেলিম জানিয়েছেন, ঘটনাস্থলে এসে তিনি দেখেন যে প্রিসাইডিং অফিসার কোনও ব্যবস্থা নিচ্ছেন না। তিনি-ই শাসকদলের এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরেন। তাঁর গাড়িটি দূরে দাঁড় করানো ছিল। দুষ্কৃতীরা তখন তাঁর গাড়িতে ভাঙচুর করে।

অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অমল আচার্য, তৃণমূল জেলা সভাপতি৷ তিনি বলেন, ‘‘হেলিম হারবে বলে এই সব রটিয়ে বেরাচ্ছেন৷ তৃণমূল কর্মীরা ভোটারদের সঙ্গে নিয়ে বুথে বুথে ব্যস্ত রয়েছেন৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =