দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কংগ্রেস মুখপাত্রের

নয়াদিল্লি: কংগ্রেসের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন দলের সর্বভারতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি। তাঁর অভিযোগ, যাঁরা ঘাম-রক্ত ঝড়িয়ে দল করেন, তাঁদের থেকে গুণ্ডা ও লুম্পেনদের বেশি প্রধান্য দেওয়া হচ্ছে কংগ্রেসে। এদিন ট্যুইটারে এই ভাষাতেই ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে কয়েকজন দলীয় নেতা-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহারের করে বলে অভিযোগ।

দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কংগ্রেস মুখপাত্রের

নয়াদিল্লি: কংগ্রেসের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন দলের সর্বভারতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি। তাঁর অভিযোগ, যাঁরা ঘাম-রক্ত ঝড়িয়ে দল করেন, তাঁদের থেকে গুণ্ডা ও লুম্পেনদের বেশি প্রধান্য দেওয়া হচ্ছে কংগ্রেসে। এদিন ট্যুইটারে এই ভাষাতেই ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।

সেখানে কয়েকজন দলীয় নেতা-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহারের করে বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কংগ্রেস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষনেতৃত্ব। কিন্তু কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায় হস্তক্ষেপে তাদের পুনর্বহাল করা হবে বলে জানিয়ে দেয় দল। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, দলের জন্য ইট-পাটকেল খাচ্ছি এবং নানাভাবে হেনস্তার শিকার হচ্ছি। কিন্তু কংগ্রেসের মধ্যেই যারা আমাকে হুমকি দিল, তারা সহজেই ছাড়া পেয়ে গেল। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি, দলের এই সিদ্ধান্তে ‘দুঃখ’ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =