দুর্গ (ছত্তিশগড়): কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে ‘চোরের বউ’ বলে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী উমা ভারতী। একইসঙ্গে তাঁর দাবি, উত্তরপ্রদেশের নির্বাচনে রাহুল গান্ধী কোনও প্রভাব ফেলতে পারেননি।
মঙ্গলবার ছত্তিশগড়ের দুর্গ এলাকায় দলের প্রচারের ফাঁকে একটি সাক্ষাৎকারে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেন মন্ত্রী উমা ভারতী। তাঁর কাছে প্রশ্ন ছিল, বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হলে ভোটে প্রভাব পড়বে? উত্তরে তিনি বলেন, গণতন্ত্রে যে কেউ ভোটে লড়তে পারেন। তবে, স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ নিয়ে প্রিয়াঙ্কার ভোটে কোনও প্রভাব ফেলতে পারবেন না। আসলে চোরের বউরা যেভাবে দেশটাকে দেখে, উনিও সেই ভাবেই দেখেন।