গাছে ঝুলল বিজেপি কর্মীর দেহ, নিন্দা রাজনাথের

পুরুলিয়া: উত্তাপে পড়ুছে উত্তর৷ দক্ষিণে বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়৷ দু’দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার বাগমুন্ডির আড়ষা থানা এলাকার সেনাবনা গ্রাম বিজেপি কর্মীর উদ্ধার দেহ উদ্ধার৷ খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷ হাওড়ার আমতার সভা থেকে গোটা ঘটনার নিন্দা জানিয়েছেন রাজনাথ সিং৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মৃতের

গাছে ঝুলল বিজেপি কর্মীর দেহ, নিন্দা রাজনাথের

পুরুলিয়া: উত্তাপে পড়ুছে উত্তর৷ দক্ষিণে বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়৷ দু’দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার বাগমুন্ডির আড়ষা থানা এলাকার সেনাবনা গ্রাম বিজেপি কর্মীর উদ্ধার দেহ উদ্ধার৷ খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷ হাওড়ার আমতার সভা থেকে গোটা ঘটনার নিন্দা জানিয়েছেন রাজনাথ সিং৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মৃতের নাম শিশুপাল সহিস৷ বয়স ২২ বছর৷ মৃত ওই যুবক বিজেপির যুব মোর্চার সদস্য বলে জানা গিয়েছে৷ শিশুপালের বাবা যাদব সহিস গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জয়ী হন৷ জানা গিয়েছে, এবারের নির্বাচনে বাব ও ছেলে বিজেপির হয়ে কাজ করছিলেন৷ স্থানীয়দের আশঙ্কা, বিজেপির হয়ে ভোট করানোর জেরেই ওই যুবককে খুন করা হয়েছে৷  এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে৷

এদিন আমতার জনসভা থেকে এই ঘটনার নিন্দা জানান রাজনাথ সিং৷ বলেন, ‘‘এটাই কি বাংলার গণতন্ত্রণ? যেখানে বিজেপি কর্মীদের খুন করে ঝুলে দেওয়া হয়৷ আমরা এই ঘটনার কড়া নিন্দা করছি৷’’

জানা গিয়েছে, গতকাল থেকে নিখোঁজ থাকা শিশুপালকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। পুরুলিয়াতে এই ঘটনা নতুন কিছু নয়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে দুলাল কুমার ও ত্রিলোচন মাহাতো নামে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল৷ গোটা দেশের নজরে এসেছিল ওই ঘটনা৷ এবার লোকসভা ভোটের মুখে ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =