গলায় বিজেপির উত্তরীয়, করোনা রোগীদের ‘গোমূত্র’ খাওয়ানো হচ্ছে? চাঞ্চল্য ভিডিওয়ে

গলায় বিজেপির উত্তরীয়, করোনা রোগীদের ‘গোমূত্র’ খাওয়ানো হচ্ছে? চাঞ্চল্য ভিডিওয়ে

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ থেকে খারাপ হচ্ছে দিন দিন। ইতিমধ্যে বিগত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ১৩ লক্ষ এবং একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হার। এদিকে দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের আকাল শুরু হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন না থাকার জন্য একাধিক করোনা রোগীর মৃত্যু হচ্ছে।  সব মিলিয়ে প্রচন্ড সংকটজনক পরিস্থিতির দেশের। যে সমস্ত রোগীরা ভেন্টিলেশনে রয়েছেন তাদের শারীরিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে অক্সিজেনের অভাবে। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে এখন দুটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কোন এক হাসপাতালে রোগীদের কেউ একজন ‘হলুদ রঙের তরল পদার্থ’ পান করাচ্ছে! যিনি পান করাচ্ছেন তার গলায় বিজেপির উত্তরীয় ঝুলছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে‌। তাহলে কি করোনা রোগীদের ‘গোমূত্র’ পান করানো হচ্ছে? প্রশ্ন সকলের।

ভিডিও ভাইরাল হতেই একে একে একাধিক প্রশ্ন করতে শুরু করেছেন সকলে। প্রত্যেকেই অবাক হয়ে যাচ্ছেন যে কিভাবে কেউ এই রকম একটি হাসপাতালে ঢুকে জটিল পরিস্থিতিতে থাকা রোগীদের এইভাবে কিছু পান করাতে পারে। একই সঙ্গে যে পান করাচ্ছেন তিনি আদৌ থেকে এখনো পর্যন্ত জানা যায়নি। সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে পিপিই কিট পরা, মুখে মাস্ক লাগানো। তবে তার গলায় বিজেপির উত্তরীয় ঝুলছে। গেরুয়া রঙের সেই উত্তরীয়তে পদ্মফুল একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা রোগীকে হলুদ রঙের তরল পদার্থ পান করিয়ে দিচ্ছে ওই ব্যক্তি। অপর যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অন্য এক মহিলা রোগীকে গ্লাসে ঢেলে সেই একই রকম তরল হলুদ পদার্থ খাওয়াচ্ছেন ঐ ব্যক্তি। কিন্তু ওই রোগী সেটি খাওয়ার পর আর খেতে চাইছেন না, ইশারা করে বলছেন যে তার বমি পাচ্ছে। কিন্তু ওই ব্যক্তি তাকে রীতিমত জোর করছেন সেটি খাওয়ার জন্য। স্বাভাবিকভাবে এই দুটি ভিডিও প্রচন্ডভাবে আলোড়ন সৃষ্টি করেছে দেশের মধ্যে। তবে এই দুটি ভিডিও কোন শহরের এবং কোন হাসপাতালে তা এখনো জানা যায়নি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।

বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে যেভাবে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ঘটেছে তা অত্যাশ্চর্য। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের এবং তার পরেই রয়েছে দিল্লি, গুজরাট থেকে শুরু করে একাধিক রাজ্য। বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ করতে শুরু করেছে যে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন এবং অক্সিজেন নেই এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব শুধুমাত্র নির্বাচনী প্রচার করে বেড়াচ্ছেন। অন্যান্য রাজ্যে নির্বাচন হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনো দুই দফায় নির্বাচন বাকি। ইতিমধ্যে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ রোধে। তবে দেশের হাল কবে স্বাভাবিক হবে তা এখনো অজানা প্রত্যেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 18 =