মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, অক্সিজেন প্রসঙ্গে ক্ষোভ ওগড়ালেন কেজরি

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, অক্সিজেন প্রসঙ্গে ক্ষোভ ওগড়ালেন কেজরি

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার প্রেক্ষিতে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই বৈঠকে রাজধানীর অক্সিজেন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিজের ক্ষোভ উগরে দেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির অক্সিজেনের অবস্থা খারাপ, অন্য রাজ্য থেকে আনার ব্যবস্থা করুন, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী আর্জি জানান কেজরিওয়াল। যদিও তিনি রাজনীতি করছেন বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের বক্তব্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানেন না পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা থেকে আকাশপথে অক্সিজেন আনার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। না জেনেই তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং দাবি করছেন সরকার কিছু করছে না। তবে কেন্দ্র দাবি করছে, দিল্লির হাসপাতালগুলিতে যথাসম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছে সরকার। এদিন বৈঠকে কেজরিওয়াল দাবি করেন, দিল্লিতে অক্সিজেনের অভাব প্রকট হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার কিছু করছে না। এর ফলে শুধুমাত্র অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। কেজরিওয়ালের এই দাবিই উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য পেশ করেছিলেন তখন সেটি লাইভ টিভিতে দেখানো হয়। এই নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে মৌখিক বা লিখিত ভাবে বলা হয়নি যে বৈঠক লাইভ দেখানো যাবে না। যদিও সবশেষে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুঃখপ্রকাশ করেছেন এই ঘটনায়। 

প্রসঙ্গত, এদিনের বৈঠকে উপস্থিত ছিল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাত, কর্ণাটক, ছত্তিশগড়, তামিলনাড়ু এবং কেরল৷ করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রশাসনকে৷ প্রতি নিয়ত অক্সিজেন, ওষুধ এবং  বেড পাওয়া কঠিন হয়ে উঠছে৷ পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মানুষ প্রাণ হারাচ্ছে৷ এই ঘাটতির কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জবাব তলব করেছে৷ এদিন অক্সিজেন নির্মাতা সংস্থাগুলির সঙ্গেও বৈঠক করবেন মোদী৷ এর পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =