বাংলার প্রথম দুফায় বিজেপি ৫-০ করে ফেলেছে: মুকুল

কলকাতা: সবে মাত্র দুই দফায় পাঁচ কেন্দ্রে ভোট হয়েছে৷ দ্বিতীয় দফার অশান্তির রেশ এখনও পুরোপুরি কাটেনি৷ কোথায় কোথায় এখনও চলছে ভোট গ্রহণ৷ কিন্তু, ভোট প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তৃণমূলের রক্তচাপ একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বৃহস্পতিবারের তিন কেন্দ্রের ভোট মোটের উপরে সন্তোষজনক হয়েছে বলে জানালেন মুকুল রায়৷ ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই

958b75611eff36bcbbfed2dafe5dfb4f

বাংলার প্রথম দুফায় বিজেপি ৫-০ করে ফেলেছে: মুকুল

কলকাতা: সবে মাত্র দুই দফায় পাঁচ কেন্দ্রে ভোট হয়েছে৷ দ্বিতীয় দফার অশান্তির রেশ এখনও পুরোপুরি কাটেনি৷ কোথায় কোথায় এখনও চলছে ভোট গ্রহণ৷ কিন্তু, ভোট প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তৃণমূলের রক্তচাপ একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়৷

বৃহস্পতিবারের তিন কেন্দ্রের ভোট মোটের উপরে সন্তোষজনক হয়েছে বলে জানালেন মুকুল রায়৷ ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই মুকুল রায়ের দাবি, ‘‘রাজ্য পুলিশকে দলের ক্যাডারে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল ভোটে জেতার চেষ্টা করলেও এখনই আমরা ৫-০ করে দিয়েছি৷’’

এদিন চোপড়ার অশান্তির প্রসঙ্গ তোলেন মুকুল রায়৷ বলেন, ‘‘রাজ্যের বাহিনী থাকায় মানুষ ভোট দিতে অস্বীকার করেছে। মানুষের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। মমতা দিদি জানেন, ভোট যদি ইভিএমে পৌঁছতে পারে তাহলে রাজ্য ছেড়ে চলে যেতে হবে তাঁদের৷ ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন মমতা৷’’ মুকুলের আত্মবিশ্বাস, ‘‘প্রথম দুফায় পাঁচটি কেন্দ্রে ভোট হয়েছে৷ বিজেপি ৫-০ করে ফেলেছে রাজ্যে।’’

পুরুলিয়া বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবিও জানান মুকুল রায়৷ বলেন, ‘‘এখানে জঙ্গলের রাজত্ব চলছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *