মালোগাঁও: ভোটার মাত্র একজন! আর তাঁর ভোট নিতে ৪৮৩ কিলোমিটার পার্বত্য দুর্গম পথ উজিয়ে বুথ তৈরি করল নির্বাচন কমিশন। টানা চারদিনের চড়াই-উতরাই যাত্রা শেষে সেই অস্থায়ী বুথে সোকেলা তাওয়াংয়ের ভোট নিয়ে উচ্ছ্বসিত ভোটকর্মী থেকে নিরাপত্তারক্ষীরা। বললেন, ‘সোকেলার ভোটদান নিশ্চিত করতে পেরে দুঃসাহসিক অভিযানের ক্লান্তি ভুলেছি।’
ভারতে ৯০ কোটি ভোটারের মধ্যে সোকেলা একজন। পার্বত্য অরুণাচলের দুর্গম এলাকা মালোগাঁওর একটি ছোট্ট জনপদে বাস তাঁর। ওই জনপদে সাকুল্যে পাঁচটি পরিবারের বসবাস। তাদের মধ্যে ভোটদানের অধিকার পেয়েছেন একমাত্র সোকেলা। পেয়েছেন কমিশন প্রদত্ত সচিত্র পরিচয়পত্রও। ওই পাঁচ পরিবারের অনেকেই বলেছিলেন, সোকেলার জন্য এতটা দুর্গম পথ ভেঙে আসার প্রয়োজন নেই ভোটকর্মীদের। বরং অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গায় বুথ তৈরি হোক। সোকেলাকে নিয়ে সেখানেই ভোট দেওয়াবেন তাঁরা।