লাউদোহা: দেশে প্রকৃত আচ্ছে দিন আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহার জামগড়া গ্রামে জনসভা করেন। এদিন থেকেই অরূপবাবু পশ্চিম বর্ধমানে প্রচার শুরু করলেন। প্রথম সভাতেই তিনি ঝড় তুলে দিয়েছেন। এদিন সভার শুরু থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন।
অরূপবাবু বলেন, বাংলা থেকে প্রধানমন্ত্রী হওয়ার আবার একটা সুযোগ এসেছে। জ্যোতি বসুকে তার দল প্রধানমন্ত্রী হতে দেয়নি। কিন্তু এবার টালির ঘরে থাকা মেয়েটিকে আপনারা দিল্লিতে পৌঁছে দিন। একমাত্র তিনি মানুষের কথা ভাবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ আচ্ছে দিন দেখতে পাবেন। তিনি বাংলায় উন্নয়ন করে দেখিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি মানুষের পাশে রয়েছেন। গ্রামের ছাত্রছাত্রীদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় জামা, জুতো, ব্যাগ দিয়েছেন। ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। প্রত্যন্ত এলাকার মেয়েরাও পড়াশোনা করছে। আজ কোনও বাবা-মাকে মেয়ের বিয়ের জন্য ভাবতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্প চালু করে তাদের পাশে দাঁড়িয়েছেন। অথচ বারবার বাংলাকে দিল্লি থেকে বঞ্চিত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এই ট্র্যাডিশন চলে আসছে। তাই এবার নির্বাচনে জবাব দেওয়ার সুযোগ এসেছে।